No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ফ্রেমের নেশা আর প্রেমের চোখ এমদাদ হোসাইন-এর ছবিতে

    ফ্রেমের নেশা আর প্রেমের চোখ এমদাদ হোসাইন-এর ছবিতে

    Story image

    মানুষের হয়ে কথা বলা কিংবা মানুষের জন্য কথা বলা- এমনই কিছু কথা বলার তাগিদ থেকেই আর ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে থাকা যাচ্ছে না। অতঃপর রাস্তায় ঘুরে বেড়ানো, হাতে ক্যামেরা, চোখে সহস্র ফ্রেম। বাংলাদেশের নিম্নবর্গের মানুষদের জন্য কথা বলতে চান তরুণ আলোকচিত্রী এমদাদ হোসাইন। তাঁদের সারাদিনের আলো ছড়িয়ে দিতে চান বিশ্বব্যাপী। এমদাদ হোসাইনের বাস বাংলাদেশ চট্টগ্রামের ছোট্ট একটি গ্রামে। চট্টগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি করেন। ২০১৬ সাল থেকে এই নেশায় বুঁদ হয়ে আছেন। বাংলাদেশের মানুষের জীবনবৈচিত্র্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফটোগ্রাফিতে আসেন এমদাদ। আজকের ছবিমহলে রইল কিছু রঙিন মানুষের ছবি।   সুর নেই, তবু দুয়েকটা গানে গোলা মেলাচ্ছে ছেলেরা মেয়েরা
    প্রতিদিন অপমান জ্বর চাল ডাল নুনের শাসনে নতুন পাঁচিল ওঠে রোজ
    আগুন আগুনের মতো ব্যবহার করবে, জল জলের মতো

    আগুন ঘিরে বসে আছে দুজন। তিনজন। দু তিনজন মানুষ।
    যার কোনো প্রেমিকা নেই, তুমি অঢেল বন্ধু দিয়ো তাকে
    উড়তে থাকুন দূর মহাকাশে, ভাসতে থাকুন মেঘে মেঘে একা
    ছিমছাম পা ফেলে শুধুই হাঁটতে থাকি, রাস্তা থেকে চুপচাপ হারিয়ে যাই রাস্তায়
    আজ এই ডানাহীন চৈত্রের দুপুরে তোমার মুখের পাশে মুখহীন এই মুখ

    কথা ঋণ – ভাস্কর চক্রবর্তী

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @