No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির – ১,২০০ ফুট উচ্চতার বিস্ময়

    চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির – ১,২০০ ফুট উচ্চতার বিস্ময়

    Story image

    দূরে দাঁড়িয়ে তাকালে মনে হবে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ একটা লয়ে ছুটে চলেছে। কোমল লয়ের ভিতর অনুভব করা যায় গন্তব্য ও উদ্দেশ্যের দৃঢ়তা। এগোতে থাকলে অবয়ব মূর্ত হয়। সেখানে ঘাম, বলিরেখা, নিঃশ্বাস, বায়ু, ত্রিশূল, শিঙ্গা, শঙ্খ, জল, অগ্নি, ফুল, পাতা, ঘাস, ভাঙা চশমা, বৃদ্ধের লাঠি, চরণ আর ধূলি। কোন তীর্থে চলেছে সবাই!

    সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২০০ ফুট উপরে অবস্থিত চট্টগ্রাম সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথকে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বলা হলে সীমাবদ্ধ করে ফেলা হবে। বহুমুখী ইতিহাস বিজড়িত এই পাহাড়পাঠ ইতিহাসবেত্তাদের কাছেও এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। বাংলাদেশে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে আছে পৌরাণিক স্মৃতি সম্বলিত অসংখ্য মঠ ও মন্দির। প্রতি বছর ফাল্গুন মাসে মহা শিবরাত্রি উপলক্ষে মেলার আয়োজন করা হয়, যেটা শিব চতুর্দশী মেলা নামেই এ অঞ্চলে পরিচিত। সর্বজ্ঞ যোগী পরম ব্রহ্ম শিবের আরাধনায় লাখ লাখ মানুষ মনোবাসনা পূর্ণ করতে, বাধাবিপত্তি কাটিয়ে উঠতে মহা শিবরাত্রি ব্রত পালন করেন।

    প্রতি বছর সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ ধামে ছুটে আসেন হাজার হাজার মানুষ। তীর্থযাত্রীদের যাত্রা শুরু হয় মূলত ব্যাসকুণ্ড থেকে। পিণ্ডদান, তর্পন ও ব্যাসকুণ্ডের পবিত্র জলে পূণ্যস্নান সেরে, ভৈরব মন্দির দর্শনের মাধ্যমে তীর্থ পরিক্রমা শুরু হয়। এরপর প্রাচীন অক্ষয়বট, মহাশ্মশান, হনুমান মন্দির, কালি মন্দির, রামকুণ্ড, লক্ষণকুণ্ড, সীতাকুণ্ড, সীতামন্দির, ভবানী মন্দির, শম্ভু মন্দির, নারায়ণ মন্দির, অন্নপূর্ণার মন্দির, জগন্নাথ মন্দির, পাহাড়ি উঁচু সিঁড়ি বেয়ে বিরুপাক্ষ মন্দির। সেখান থেকে আধা কিলোর মতো দূরত্বে সর্বোচ্চ চূড়ায় দাঁড়ানো চন্দ্রনাথ ধামের দেখা মেলবে। দেখা কি মেলে সকলের? হাওয়ার ভেতর, ধূলির ভেতর, জলের গায়ে, পাহাড়ের প্রতি পদক্ষেপে কত মুণি-ঋষি-সন্ত-অবতারের স্পর্শছাপ লেগে আছে।

    চিহ্ন, সংকেত ধরে ধরে শুধু এগিয়ে যাওয়া। পায়ে জোর নেই, হাঁটু ক্ষয়ে গেছে, চোখও ঝাপসা। ভূ-পৃষ্ঠ থেকে ১,২০০ ফুট উঁচুতে এমন কাউকে যদি আবিষ্কার করেন, লালন ফকির আপনার ভিতর আপনাতেই গেয়ে উঠবে- তীর্থ ব্রত যার জন্য এই দেহে তার সব মিলে।

    চিত্রগ্রাহকঃ আসমা বীথি

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @