প্রস্তুতি কেমন? আজকের ছবিমহল কুমোরটুলি থেকে সরাসরি...

আজ মহালয়া। কলকাতার কুমোরটুলিতে শুরু হয়ে গিয়েছে রাত জাগার উল্লাস। শহরে হোর্ডিং পড়ে গেছে। উত্তর আর দক্ষিণের লড়াই, বাড়ির পুজো কী বলবে? আমন্ত্রণপত্র আর নতুন পোশাকে ভিড় জমবে এ-দোকান থেকে সে-দোকান। টেলিভিশনে ভেসে উঠেছে কলা-বৌ, ভেসে আসছে “এই প্রাণ ঢালা উৎসবে বারবার, আলো-আশা ভালোবাসা মিশে একাকার”... তারপরেই ছেলেবেলার খুব চেনা একটা কণ্ঠ বলে উঠবে ‘শালিমার, শালিমার’।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। যে উৎসবকে নিয়ে বাঙালির নাওয়া-খাওয়ার শেষ নেই। শিল্পীরা পুরোদমে কাজে লেগে পড়েছেন। শুরু হয়ে গেছে উদ্বোধন। নাকতলা উদয়নের কী খবর মশাই? মুদিয়ালি, শিবমন্দির, বাবুবাগান, এসবি পার্ক, সেলিমপুর পল্লি, একডালিয়া এভারগ্রিন, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, ত্রিধারা সম্মেলনি কী বলছে? ওদিকে উত্তুরে হাওয়া কতটা জমাটি হবে জানেন? বৃন্দাবন মাতৃমন্দির, নলিন সরকার স্ট্রিট, চালতাবাগান, কুমোরটুলি সর্বজনীন, আহিরীটোলা, বাগবাজার সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, টালা পার্ক-এর খবর কী?
বাড়িতে বাড়িতে রঙিন পর্দা উড়ছে, বিছানায় পাতা হয়ে গেছে নতুন চাদর। শোভাবাজার রাজবাড়ি, সাবর্ণ রায়চৌধুরী বাড়ি, ভবানীপুর মল্লিকবাড়ি, ছাতুবাবু লাটুবাবু, লাহা বাড়ির পুজো এবার যেন কততম? ওদিকে জেলার পুজোর কী অবস্থা? বর্ধমান, জলপাইগুড়ি, দুর্গাপুর, হুগলি, মালদা, চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ- পুজোর হাওয়া কদ্দুর?
আজ ছবিমহলে রইল কুমোরটুলি থেকে সরাসরি কয়েকটি ছবি। ছবিগুলি তুলেছেন বঙ্গদর্শনের প্রতিনিধি অনিতেশ চক্রবর্তী। বঙ্গদর্শনের প্রত্যেক পাঠককে জানাই শুভ মহালয়া। শারদীয়ার আগাম শুভেচ্ছাও জানবেন।
ক
খ
গ
ঘ
ঙ
চ
ছ