No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    “শরীরে একটা সমাজ নিয়ে ঘুরে বেড়ানো আছে বলেই পরিসীমা নেই”

    “শরীরে একটা সমাজ নিয়ে ঘুরে বেড়ানো আছে বলেই পরিসীমা নেই”

    Story image

    পিঠে রুকস্যাক নিয়ে পায়ের দিকনির্দেশ, এগোনোও সমানতালে। এইভাবে এক একটা করে ট্রেন ছেড়ে যাচ্ছে। ছেড়ে যাচ্ছে মানুষ, বনাঞ্চল, প্রতিবেশী হাওয়া। অনিমিখ পাত্র এভাবেই বেরিয়ে পড়েন কোলাহল ছাড়িয়ে। যতদূর হাঁটা যায়, পরিক্রমা করা যায় দেখার চোখ। কারণ তিনি মনে করেন, “শরীরে একটা সমাজ নিয়ে ঘুরে বেড়ানো আছে বলেই পরিসীমা নেই”। সেইসব ট্রাভেলকে স্মরণযোগ্য করে তুলতে চান অনিমিখ। অনিমিখ পাত্র শূন্য দশকের কবি। পেশায় শিক্ষক। প্রতিবছর এক একটা ট্রাভেল তাঁর কাছে যেন হয়ে ওঠার গান। এই হয়ে ওঠার ভিতর খানিক হু-হু হাওয়া, মনকেমন, প্রেম, প্রত্যাশা, সংসার, স্কুল, কবিতা সবাই আছে- আড়ালে কিংবা গোপনে। গভীর হয় শুধু হেঁটে যাওয়ার ধূর্ত লোভ। ‘ছবিমহল’-এর আজ অন্যরকম মেজাজ। আজকের গ্যালারি জুড়ে শুধু হাঁটাপথের বর্ণনা। দৃশ্যে যা যা উঠে আসছে, তাদের ফ্রেম বন্দি করার চেষ্টা করলেন অনিমিখ। যিনি একসময় লিখেছেন, “পাশে বসার চেতনা আমাকে বড় হতে বলে”। সিকিম, দার্জিলিং, হিমাচল, উত্তরাখণ্ড-এর কিছু দৃশ্য এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই কোনো একটা নাম নিয়েই আসুন গ্যালারিতে প্রবেশ করি।

    লামুনে, সিকিম। মাউন্ট পান্ডিমের পাদদেশে। শোকা গ্রাম। সিকিম। বৃষ্টি আর কুয়াশায় সুখিয়াপোখরি। দার্জিলিং। কুয়াশায় ফুটবল খেলা চলছে। দার্জিলিং।

    হিমালয়ান ঠাকুমা। কাজা, হিমাচলপ্রদেশ। প্রকৃতির স্ক্রিনসেভার। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। সিকিম। রোড টু দার্জিলিং। গেম অফ স্টোনস। সিকিম।

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @