সৌম্যশ্রীর ক্যামেরায় ধরা রইল উত্তর কলকাতার গল্প

আমাদের এই শিকল বাঁধা জীবনে যদি কিছু অবকাশ নিজের কাছে চেয়ে নিজের জন্যই বেরিয়ে পড়া যায়? হাঁটতে হাঁটতে দৃশ্য ভাসছে, দৃশ্য আসছে। চোখের আরামে ধুয়ে যাচ্ছে মানুষ-মানুষীর গল্প। আর সেই গল্পদের ফ্রেমে স্মৃতি করে রাখা অভ্যাস হয়ে উঠছে। আলোকচিত্রী সৌম্যশ্রী চন্দ্র বারবার যেন মানুষের গল্পই বুনতে চান তাঁর ছবিতে। সৌম্যশ্রীর বাস উত্তর কলকাতার বরানগরে। ফটোগ্রাফির নেশা থেকেই মাঝেমধ্যে হেরিটেজের কাজেও বেরিয়ে পড়েন। তিনি তাঁর দর্শনের গল্পটাই বলতে চাইছেন ছবিতে। যেটা তিনি রিলেট করেন, সেটাই একটা ফ্রেমে ধরে রাখার চেষ্টা করছেন। বঙ্গদর্শনের ছবিমহল বিভাগ এর আগেও সমৃদ্ধ হয়েছে বাংলার ছবিওয়ালাদের ছবিতে। আজ রইলেন আলোকচিত্রী সৌম্যশ্রী চন্দ্র। আসুন, গ্যালারি ঘুরি...
নিগুম বিচারে সত্য তাই গেলো জানা
মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা
প্রকৃতি প্রবৃদ্ধি সংসার সব গেল জানা
ডিম্বর ভিতর কে বা ছিল বাহির হইয়া কারে দেখিল
যার উপরে দুনিয়ার ভার দিলেন রাব্বানা
কথাঋণ- লালন ফকির