৮০০ পড়ুয়াকে অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন, ডেটাপ্যাক দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয় চিরকালই নতুন ভাবনার দিশারী। এবারও তার দৃষ্টান্ত রাখল এই শিক্ষা প্রতিষ্ঠান। আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং প্রত্যন্ত এলাকায় থাকা পড়ুয়াদের জন্য স্মার্টফোন এবং হাইস্পিড ইন্টারনেটের ব্যবস্থা করে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৪ সেপ্টেম্বর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হবে। অডিও–ভিডিও লেকচার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, নোট অথবা বইয়ের সফট কপি হোয়াটসঅ্যাপ বা ইমেল করা হবে ছাত্রছাত্রীদের। কিন্তু অনেক পড়ুয়ার কাছেই স্মার্টফোন কিংবা হাইস্পিড ডেটা কানেকশন নেই। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগে সমীক্ষা চালানো হয়। তাতে জানা গিয়েছে, অনলাইনে ক্লাস করতে ৮০০ জন পড়ুয়ার সমস্যা রয়েছে। এঁদের দু’টি বিভাগে ভাগ করা হয়েছে। এক, যাঁদের কাছে স্মার্টফোন নেই। দুই, স্মার্টফোন থাকলেও যাঁদের হাইস্পিড ডেটাপ্যাক ভরার সামর্থ্য নেই। বেশ কিছু পড়ুয়া থাকেন আমফান কবলিত সুন্দরবনে। তাঁদেরও অনেকের স্মার্টফোন নেই। ইন্টারনেট পরিষেবার হাল খুব খারাপ।
নিজের খরচে এই পড়ুয়াদের স্মার্টফোন ও হাইস্পিড ইন্টারনেট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার কাছে আবেদন রাখা হয়েছে, তাঁরা যেন একদিনের বেতন প্রদান করেন তহবিলে। ৬০০ জন শিক্ষক-শিক্ষিকা একদিনের বেতন প্রদান করলে ১০ লক্ষ টাকা সংগ্রহ করা যাবে। এছাড়াও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে সাহায্য চেয়ে আবেদন করা হবে বলেও জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস।