No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    পার্ক স্ট্রিট এবং কলকাতার সান্টা

    পার্ক স্ট্রিট এবং কলকাতার সান্টা

    ক্রিসমাস মানেই কলকাতার ঠিকানা সাধের পার্ক স্ট্রিট। ডিসেম্বরের শেষ কয়েকটা দিন হইচই আর আড্ডার ভিড়ে শীত উদযাপন। ফুটপাত জুড়ে খাবারের মেলা। তাতে কাবাব থেকে শুরু করে থুপ্পা, মোমোর মতো ডিশ পাওয়া যাচ্ছে। এমনকী বাদ নেই বাঙালির সাধের মিষ্টি, এগরোল, চাউমিন। বাচ্চা থেকে শীতবুড়ো... পসরা সাজিয়ে বসে আছেন অনেকে। তাতে রয়েছে সান্টার টুপি থেকে দাড়ি, লাল লাইট জ্বলা হরিণের শিং, বাঁশি থেকে শুরু করে হরেকরকম আইটেম। ক্রিসমাস উৎসবের আবহে বাড়তি মাত্রা যোগ করে এই আলোর মেলা। পার্ক স্ট্রিটের আলো না দেখলে, কলকাতায় থেকে জীবনটাই বৃথা হয়ে যাবে। দুপুর গড়িয়ে সন্ধে নামে। তবু আড্ডার ছবিগুলোর বদল হয় না। একদল চলে যায়, একদল আসে। নতুন বছর না আসা পর্যন্ত এভাবেই চলতে থাকে শীতকালীন আড্ডার রিলে। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @