No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    রাজ্যে এই প্রথম! কলকাতার হাসপাতালে সফল ফুসফুস প্রতিস্থাপন

    রাজ্যে এই প্রথম! কলকাতার হাসপাতালে সফল ফুসফুস প্রতিস্থাপন

    Story image

    সুরতের এক ব্যক্তির মরোণত্তর অঙ্গদানে নতুন জীবন পেলেন কলকাতার এক ব্যক্তি। শুধু এই শহর বা রাজ্য নয়, রাতভর অস্ত্রোপচার করে সফল ভাবে সম্পন্ন হল পূর্ব ভারতের প্রথম ফুসফুস প্রতিস্থাপন। মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার হয়। সোমবার গভীর রাতে সফল ভাবে ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ চিকিৎসকরা অস্ত্রোপচার শেষ করেন। একশো দিনের উপর একমো সাপোর্টে ছিল ওই রোগীর দেহ। আপাতত পর্যবেক্ষণে আছেন তিনি।

    কলকাতার বছর ৪৬-এর ওই ফুসফুস গ্রহীতা করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা নেগেটিভ হয়ে যাওয়ার পরও তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বলে জানান ওই হাসপাতালের এক চিকিৎসক। করোনার ফলেই তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। এ রকম ক্ষেত্রে ফুসফুস প্রতিস্থাপনই রোগীকে সুস্থ করে তোলার অন্যতম পন্থা বলে জানান চিকিৎসকরা। তাই মাস দুয়েক আগে ওই রোগীর ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন তাঁরা। তার পর থেকে তাঁর জন্য প্রতিস্থাপনযোগ্য ফুসফুসের জন্য অপেক্ষা করা হয়। এই পুরো সময়টাই ওই ব্যক্তিকে একমো সাপোর্টে রেখে চিকিৎসা করা হচ্ছিল।অবশেষে সোমবার রাতে বিমানে করে সুরত থেকে কলকাতায় নিয়ে আসা হয় ফুসফুস। সেটি আনার জন্য সোমবার সকালে সুরত যান অঙ্গ প্রতিস্থাপনের সঙ্গে যুক্ত কলকাতার চিকিৎসকের একটি দল। তাঁরা ফুসফুসটি নিয়ে আসেন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ন’ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। সুরতের বছর ৫২-র ওই ব্যাক্তির ‘ব্রেনডেথ’ হওয়ার পর তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছিলেন দাতার পরিবার। তাঁর ফুসফুস পাওয়ার জন্য বিবেচিত হন কলকাতার হাসপাতালে জীবনমরণ লড়াই চালানো ব্যক্তিটি। এ দিন শুধু রাজ্যের নয়, পূর্ব-ভারতের প্রথম সফল ফুসফুস প্রতিস্থাপন করা হল বলে জানান চিকিৎসকরা।

     

     

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @