৫৯ টাকা কেজি দরে মিলছে পেঁয়াজ, রাজ্য সরকারের উদ্যোগে বিপুল সাড়া
পেঁয়াজ যেন সোনার চেয়েও দামি এখন। বাজারদর পৌঁছেছে কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকায়। নিম্নবিত্ত মানুষজদের কথা ছেড়েই দেওয়া যাক, মধ্যবিত্তও সেই পেঁয়াজে হাত ছোঁয়াতে পারছে না। দেশজুড়ে সবজির এই আগুনে দামের আঁচ পৌঁছেছে সংসদেও। এখনো কোনো আশার আলো দেখাতে পারেনি কেন্দ্রীয় সরকার। তবে, পেঁয়াজ-সহ অন্যান্য সবজির দাম নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গের একাধিক বাজারে নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার। আর, কাটোয়ার ‘সুফল বাংলা’-র স্টলে পেঁয়াজ মিলছে কেজিপ্রতি ৫৯ টাকায়। যা বাজারদরের অর্ধেক। শুধু পেঁয়াজ নয়, শীতের অন্যান্য সবজির দামও এখানে বাজারের চাইতে অনেক কম।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই ‘সুফল বাংলা’-র স্টল। বাজারের চাইতে কম দামেই নিত্য প্রয়োজনীয় নানা জিনিস ও শাকসবজি এখানে পান ক্রেতারা। পেঁয়াজ অগ্নিমূল্য হয়ে ওঠার পরে রাজ্য সরকারের উদ্যোগেই এখান থেকে কম দামে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রচেষ্টায় সাড়াও মিলেছে বিপুল। সকাল থেকে কাটোয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এই স্টলে পেঁয়াজ কিনতে ভিড় জমাচ্ছেন কাটোয়াবাসীরা। এমনকি, দূর-দূরান্ত থেকেও আসছেন অনেকে। সকাল ৭টা থেকেই লাইন পড়ছে পেঁয়াজ কেনার জন্য। আপাতত মাথাপিছু ৫০০ গ্রামের বেশি পেঁয়াজ মিলছে না। তবে যোগান বাড়লে এই সীমাও বাড়ানো হবে বলে জানিয়েছেন ‘সুফল বাংলা’-র আধিকারিকেরা। পেঁয়াজের এই অগ্নিমূল্যের বাজারে ‘সুলভ বাংলা’-র এই স্টল যেন একটুকরো মরূদ্যান।