‘ওলো সই’- বাঙালি শাড়ির ফোটোশ্যুট

বর্তমানে আমেরিকার ফিলেডেলফিয়ার বাসিন্দা, কিন্তু মনেপ্রাণে ষোলআনা বাঙালি। সুমনা মিত্র। বাংলার তাঁতিদের বোনা শাড়িকে তিনি পৌছে দিচ্ছেন বিশ্বের দরবারে ট্রাঙ্ক শো’র মধ্যমে। কোনও দোকান বা ই-শপিং সাইট নয়। ট্রাঙ্ক শো হল একটি ইভেন্ট যেখানে বিক্রেতারা সরাসরি গ্রাহকদের সঙ্গে কোনও হোটেলের রুমে মিলিত হন। বিক্রেতা এই শো সম্পর্কে বিজ্ঞপ্তি দেন। সুমনা এই ধরনের ট্রাঙ্ক শো করেন তাঁর চেনা পরিচিত বন্ধুদেরকে নিয়ে। তাঁদের নিয়েই এক অভিনব ফোটোশ্যুট করলেন তিনি। নাম দিয়েছেন রবিঠাকুরের গানের অংশ ‘ওলো সই’। সুমনার কথায়, পোশাক যেমন আমাদের প্রশংসা পেতে সহায়তা করে তেমনি আপনার ব্যক্তিত্বেরও পরিচয় দেয়।

কর্মসূত্রে অথবা পড়াশুনার জন্য দীর্ঘদিন অনেক বাঙালিই থাকেন আমেরিকায় বিভিন্ন জায়গায়। প্রতিবছরই বাঙালিরা একত্রিত হয়ে আয়জন করেন দুর্গা উৎসব। উৎসবের মরশুমে সুমনার এই ফোটোশ্যুট এক অন্য মাত্রা দিয়েছে। তবে শুধু বাঙালি নয় অনেক মানুষই ভালোবাসেন বাংলার ঐতিহ্যবাহী হ্যান্ডলুম শাড়ি।

দেশে থেকে দূরে আছেন সুমনা। কিন্তু মনে প্রাণে নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ পায় তাঁর কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ‘ওলো সই’ - এই ফোটোশ্যুটটি তারই বহিঃপ্রকাশ। অন্যদিকে তাঁর এই প্রচেষ্টা দেশার বাইরে থাকা বাঙালি মেয়েদের মনে জাগাচ্ছে আনন্দ। ইতিমধ্যে অনেকেই জানতে চাইছেন এবার পুজোর কী ধরনের শাড়ি পড়া যায়। শাড়ির সঙ্গে সঙ্গে বিদেশে থেকেও দেশের মাটির ছোঁয়া।