উত্তর দমদমে বইকাল

বাঙালিদের কাছে শীতকাল মানেই বইকাল। কলকাতা তো বটেই, দূরের মফস্সলেও এখন শীতের মরসুমে সফলভাবে আয়োজিত হয় একের পর এক বইমেলা আর লিটল ম্যাগাজিন মেলা। পাঠকের ভালো সাড়া পাওয়া যায় তাতে। গত ৭ জানুয়ারি সোমবার থেকে নিমতা মাঝেরহাটি যুব সংঘের মাঠে চলছে উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থমেলা। চলবে আগামী ১৩ জানুয়ারি রবিবার পর্যন্ত। এই বইমেলা প্রত্যেক বছর সারা জেলার আলাদা আলাদা জায়গায় অনুষ্ঠিত হয়। এবারের ৩০তম জেলা গ্রন্থমেলার আয়োজনে উত্তর ২৪ পরগনা স্থানীয় গ্রন্থাগার কৃত্যক, তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিমতা জোনাকী’ আর সহযোগিতায় রয়েছে উত্তর দমদম পৌরসভা। নিমতা তথা উত্তর দমদম অঞ্চলে এবারই প্রথম জেলা বইমেলা আয়োজিত হল। রকমারি বইয়ের স্টল তো আছেই, পাশাপাশি অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রানী দত্ত, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, জিৎ গাঙ্গুলি, মীর, শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরাও পারফর্ম করছেন এখানে। আজকের ‘বঙ্গদর্শন’-এ রইল সেই বইমেলারই টুকরো টুকরো কয়েকটি দৃশ্য।
রকমারি সব বইয়ের পসরা
স্টল সেজে উঠেছে পাঠকের অপেক্ষায়
রয়েছে হস্তশিল্পের আলাদা স্টল
রহস্য, ভূত, পুরাণ, ইতিহাস, সাহিত্য – মিলছে বিচিত্র রুচির বই
শিশুদের মনোরঞ্জন করতে ব্যবস্থা রাখা হয়েছে কিডজোনের
খেলায় মেতেছে কচিকাঁচারা
নিজের গায়কিতে সমবেত জনতাকে মাতাচ্ছেন সোমলতা আচার্য চৌধুরী
দর্শকের আসন কানায় কানায় ভর্তি
মেলায় গিয়ে খিদে পেলে তারও সমাধান রয়েছে
নানান ফ্লেভারের জিভে জল আনা ফুচকা