No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    হেরিটেজ তকমা পেতে চলেছে প্রাসাদ ঘেরা গ্রাম ধান্যকুড়িয়া

    হেরিটেজ তকমা পেতে চলেছে প্রাসাদ ঘেরা গ্রাম ধান্যকুড়িয়া

    Story image

    সারা বাংলা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশ্চর্য সব ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। সেরকমই একটি ঐতিহাসিক তীর্থভূমি বসিরহাটের নিকটবর্তী ছোট্ট জনপদ ধান্যকুড়িয়া। আর কিছুদিনের মধ্যেই অপেক্ষার অবসান ঘটিয়ে হেরিটেজ গ্রামের তকমা পেতে চলেছে উত্তর ২৪ পরগনার এই প্রান্তিক অঞ্চলটি। ইতিমধ্যেই ধান্যকুড়িয়ার জমিদারদের ‘গায়েন উদ্যান’ অধিগ্রহণ করেছে সরকার। হেরিটেজ হিসেবে তার আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে।

    পাশাপাশি, ধান্যকুড়িয়া জনপদের সঙ্গে  জমিদারদের গায়েন বাড়ি, বল্লভ বাড়ি, সাউ বাড়ি, মন্দির, স্কুলগুলোকেও হেরিটেজের আওতায় আনা হবে। সম্প্রতি ধান্যকুড়িয়ার জমিদার বাড়িগুলি সরজমিনে খতিয়ে দেখছে হেরিটেজ কমিশনের ফুল বেঞ্চ।

    রাস্তাজুড়ে দাঁড়িয়ে রয়েছে সুবিশাল ফটক। তার দু’দিকে উঠে গেছে বৃত্তাকার দুটি স্তম্ভ। তার মাঝে ধনুকাকৃতি ঝুলন্ত ছাদ। মাথায় পাথরে খোদাই করা একটি মূর্তি। ছোরা দিয়ে সিংহ বধ করছেন এক সাহেব। একেবারে সনাতনী ভিক্টোরিয়ান গঠন যাকে বলে। আর এই ফটক দিয়ে প্রবেশ করলেই প্রকাণ্ড এক রাজবাড়ি। রাজবাড়ির থেকে তাকে দুর্গ বলাই শ্রেয়। হঠাৎ করে এমন জায়গায় এসে হাজির হলে মনে হবে যেন স্বপ্নরাজ্য।আজ থেকে প্রায় দুশো তিরিশ বছর আগের কথা। সুবিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন। সেসময় ফুলেফেঁপে উঠেছিল তাঁর পাটের ব্যবসা। মূলত ইংরেজদের সঙ্গেই চলত তাঁর লেনদেন। আর সেই সুবাদেই উত্তর ২৪ পরগণার এই প্রান্তিক অঞ্চলেও নিত্যদিন লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা। তাঁদের বিলিতি সংস্কৃতি, ঐতিহ্যকে উস্কে দিতেই ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ। 

    প্রায় ৩০ একর জায়গায় জুড়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির মধ্যেই রয়েছে আস্ত এক পুষ্করিণী, যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে সারাদিন। গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বাগানও। দুর্গের ভেতরে ঢুকলেও রীতিমতো চমকে যেতে হবে। নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকাজ থেকে শুরু করে রয়েছে ইতালিয় কাচের তৈরি আসবাব। যা এক কথায় মন্ত্রমুগ্ধকর। গ্রীষ্মকালে এই রাজবাড়িতে এসে অনেক সময়ই ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবরা। তাঁদের জন্য ছিল পৃথক নহবতখানা, অতিথিশালা। এমনকি সেসময় এই রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশনও তৈরি করেছিল মার্টিন কোম্পানি। 'গায়েন গার্ডেন' বা  গায়েন উদ্যান  নামের সেই স্টেশনে এসে থামত ন্যারো গেজের ছোট্ট বাষ্পচালিত ট্রেন।

    কিছুদিন আগে পর্যন্ত এই গায়েন উদ্যান মেয়েদের সরকারি হোম হিসেবে ব্যবহার করে এসেছে সরকার। ২০১৮ সালের মাঝামাঝিতে ভগ্নদশা কারণে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। জানা গিয়েছে, ১৯৬০ সালে গুরু দত্ত, ওয়াহিদা রহমান এবং মীনা কুমারী অভিনীত ‘সাহেব বিবি গোলাম’ ছবির শুটিং হয় এখানে। এছাড়াও মহানায়ক উত্তমকুমার অভিনীত ‘সূর্যতপা’-সহ একাধিক সিনেমার শুটিং হয়। পরিচালক ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি ‘সত্যান্বেষী’র শুটিংও ধান্যকুড়িয়াতে হয়েছিল। এছাড়াও ১৯৮৮ সালে হিউ গ্রান্ট পরিচালিত ইন্দো-ফরাসি ছবির শুটিংও হয়েছিল বলে জানা গিয়েছে। এখানকার মহিলা পরিচালিত রাস উৎসবও বেশ জনপ্রিয়। বর্তমানে গায়েন পরিবারের উত্তরসূরি মনোজিৎ গায়েন।

     

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @