No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    সাত বছর পর কলকাতায় আবার ফিরল রাতের বাস পরিষেবা

    সাত বছর পর কলকাতায় আবার ফিরল রাতের বাস পরিষেবা

    Story image

    লকাতার মতো মেট্রোপলিটন শহরে কেন রাত্রে বাস পরিষেবা থাকবে না, আমজনতার এ-প্রশ্ন অনেকদিনের। অনেক মানুষই অফিস থেকে বাড়ি ফেরেন অনেক রাতে, আবার অনেককে অফিস করতে হয় নাইট শিফটে। তাই জনসাধারণের কথা মাথায় রেখে দীর্ঘ সাতবছর পর মহানগরে আবার ফিরল রাতের বাস পরিষেবা। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, আপাতত ২০টি রুটে সোম থেকে শুক্রবার রাতে চলছে এই বাসগুলি। যাত্রীদের সংখ্যা দেখে ধাপে ধাপে বাড়ানো হবে বাস। ভাড়া একই থাকছে।

    পরিবহন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব রুটে রাত পর্যন্ত মানুষ বাসের জন্য অপেক্ষা করেন, সেই সব রুটেই বাস নামানো হয়েছে।

    রাত্রীকালীন বাস পরিষেবায় উন্নত হয়ে উঠবে শহরের পরিবহন ব্যবস্থা। ২০১৮ সালে কলকাতায় নাইট সার্ভিস বাস চালু হয়। ২০২০-র ফেব্রুয়ারি অবধি ঠিকঠাক চললেও করোনাকালীন পরিস্থিতিতে তা বন্ধ হয়ে যায়। তাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতার সাধারণ যাত্রীরা।

    শহর কলকাতার মতো বিপুল সংখ্যক পরিবহন বা যান চলাচলের ব্যবস্থা পৃথিবীর খুব কম শহরেই রয়েছে। তবে কলকাতা উন্নতমানের শহর হলেও রাতের কলকাতা যেন থমথমে। ট্যাক্সি বা ক্যাবগুলি অতিরিক্ত টাকা চাওয়ায় প্রচুর খরচের সম্মুখীন হতে হয় আমজনতাকে। রাত ৮টার পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় কমতে থাকে বাস।

    পরিবহন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব রুটে রাত পর্যন্ত মানুষ বাসের জন্য অপেক্ষা করেন, সেই সব রুটেই বাস নামানো হয়েছে। কলকাতার রাস্তায় বাসের সংখ্যা নিয়ে মাস তিনেক আগে প্রশাসনিক বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বাসের অবস্থা দেখতে বেরিয়েছিলেন পরিবহনমন্ত্রী। আগে কলকাতায় ৫৯০টি বাস চলত, বর্তমানে সে সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৮০০। আপাতত শহরের ২০টি জায়গা থেকে রাত ১০:৪৫-এ ছাড়বে শেষ বাস। মিলবে রাত ১২টা পর্যন্ত।

    একনজরে দেখে নেওয়া যাক নাইট সার্ভিস বাসগুলির রুট:
    ⚫ গড়িয়া - হাওড়া স্টেশন
    ⚫ জোকা - হাওড়া স্টেশন
    ⚫ হাওড়া স্টেশন - এয়ারপোর্ট
    ⚫ সাঁতরাগাছি - ইকো স্পেস
    ⚫ যাদবপুর - হাওড়া স্টেশন
    ⚫ উল্টোডাঙা - ইকো স্পেস
    ⚫ বারাসাত - গড়িয়া
    ⚫ রথতলা - হাওড়া স্টেশন
    ⚫ বালিগঞ্জ স্টেশন - হাওড়া
    ⚫ শকুন্তলা পার্ক - করুণাময়ী

    ___
    ছবি: প্রতীকী

     

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @