No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    থিয়েটারের স্পেস চেনাচ্ছে গৌতম, সত্রাজিৎ-দের ‘আর্ট’ 

    থিয়েটারের স্পেস চেনাচ্ছে গৌতম, সত্রাজিৎ-দের ‘আর্ট’ 

    Story image

    কলকাতা প্র্যাক্সিস নাট্যদল থিয়েটারের স্থান অর্থাৎ স্পেস কেমন হবে বা কেমন হওয়া উচিত, সেসব নিয়ে একটি পরীক্ষামূলক প্রযোজনা নির্মাণ করেছেন। এই একই নাটক প্রথমে অন্তরঙ্গ থিয়েটারের আঙ্গিকে এবং পরে প্রসেনিয়াম রীতি মেনে মঞ্চে উপস্থাপিত করা হয়েছে। আসলে দুটি ভিন্ন স্পেসে অভিনয় করে নাটকের নির্দেশক গৌতম সরকার প্রশ্ন তুলতে চাইলেন, দর্শকদের দৃষ্টিভঙ্গির কোনো ফারাক ঘটল কি? থিয়েটারের স্পেস নিয়ে এর আগে বাংলা থিয়েটারে খুব একটা উল্লেখযোগ্য কাজ লক্ষ্য করা যায়নি। প্রখ্যাত ফরাসি লেখক ইয়াসমিনা রেজারের মূল নাটক “আর্ট”-এর ক্রিস্টোফার হ্যাম্পটনকৃত ইংরেজী আনুবাদ। হ্যাম্পটনের অনুবাদ থেকে ঈপ্সিতা দেবনাথ এবং গৌতম সরকার বাংলায় নাটকটি রচনা করেছেন। আর্ট নাটকটি পৃথিবীর বহুজায়গায় অভিনীত হয়েছে এবং বহুভাষায় অনুদিত হয়েছে, তবে বাংলা ভাষায় সম্ভবত এটিই প্রথম কাজ। 

    প্রধান চরিত্রে দেখা যায় তিনজন অভিনেতাকে। অনির্বাণ চক্রবর্তী, সত্রাজিৎ সরকার এবং গৌতম সরকার উচ্চমাত্রায় তাঁদের কাজ সম্পন্ন করেছেন। সঙ্গে বিশেষ মাত্রা দেবে হিরণ মিত্রের শিল্প-ভাবনা। পুরো মঞ্চটিকে আক্ষরিকভাবে তিনি সাদা ক্যানভাসে পরিণত করেছেন। তিনটি চেয়ার, একটি ফাঁকাফ্রেম, দুটি স্ট্যান্ডফ্রেম, একটি স্ট্রাম ও একটি লম্বা স্ট্যান্ডের উপর মাছের বৌল- সাদা ও কালো ছাড়া অন্য কোনো রঙের ব্যবহার নেই। আর্ট আবার ফিরে আসছে ২৬ মার্চ (২০১৯) সন্ধে ৭টা, তপন থিয়েটারে (রাসবিহারী)। বাংলার দর্শক, যারা থিয়েটার নিয়মিতভাবে দেখতে অভ্যস্থ, অবশ্যই একবার হলেও আর্ট নাটকটি কিন্তু দেখতেই হবে।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @