শিল্পোন্নয়নে রাজ্য সরকারের নয়া পদক্ষেপ
শিল্পের উন্নয়নে এবার নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের শিল্পোন্নয়ন এবং প্রশিক্ষণের যে বিপুল কর্মযজ্ঞ শুরু হয়েছে, এই পদক্ষেপকে তারই অঙ্গ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ১ মার্চ, ২০২৩-এ কারিগরি ভবনে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের (স্বাধীন ভারপ্রাপ্ত) মন্ত্রী ইন্দ্রনীল সেন, দপ্তরের প্রধান সচিব অনুপ আগরওয়াল ও সুমিত কাপুর, অশোক লেল্যান্ড সংস্থা-র রিজিওনাল ম্যানেজারের উপস্থিতিতে অশোক লেল্যান্ড সংস্থা ও সরকারি ITI, গড়িয়াহাট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটির মধ্যে একটি মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট (MoA) স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে সেই বৃহৎ কর্মযজ্ঞে একটি নতুন পালক যুক্ত হল।
মেসার্স অশোক লেল্যান্ড সংস্থা রাজ্য সরকার পরিচালিত ITI, গড়িয়াহাটের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অটোমেটিভ ক্ষেত্রে একটি উৎকর্ষ কেন্দ্র (Centre of Excellence) স্থাপন করবে।
পাশাপাশি অশোক লেল্যান্ড সংস্থা ITI, গড়িয়াহাটের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচিও প্রদান করবে। এর ফলে শিক্ষার্থীদের অটোমোটিভ শিল্পে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে এবং তাদের কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। এই সহযোগিতার মাধ্যমে ITI, গড়িয়াহাট, অশোক লেল্যান্ড সংস্থা শিল্প দক্ষতা থেকে উপকৃত হওয়ার ও অটোমোটিভ ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেরা প্রশিক্ষণের সুযোগ পাবে।
এই MoA একটি পারস্পরিক সুফলদায়ক অংশীদারিত্ব তৈরি করবে বলে আশা করা যায়। এতে অটোমোটিভ সেক্টরের শিক্ষার্থীদের দক্ষতা এবং কর্মসংস্থান বাড়বে, সেইসঙ্গে এই ওঞ্চলে অটোমোটিভ সেক্টরের প্রসারে অবদান রাখবে।