উত্তরবঙ্গের আট জেলায় প্রাকৃতিক দুর্যোগ রোধে ৩৯ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যজুড়ে বর্ষার আগে দুর্যোগ রোধে আগাম প্রস্তুতির জন্য মোট ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। যার মধ্যে উত্তরবঙ্গের হাতে পৌঁছেছে ৩৮ কোটি ৭০ লক্ষ টাকা। সেচ দপ্তর সূত্রে খবর, এই টাকায় নদী ভাঙন রোধে বোল্ডার, নেটের তারজালি, বাঁশ-সহ নানান গুরুত্বপূর্ণ জিনিস মজুত করতে বলা হয়েছে।
ভয়াবহ বন্যা যাতে না হয়, বৃষ্টির জমা জল তাড়াতাড়ি বের করার জন্য স্লুইস গেটগুলিকে পরিষ্কার করে রাখার নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। নদীর বাঁধে রেইনকাট মেরামত, নদীতট ও সেচখালগুলিকেও পরিষ্কার নির্দেশ দেওয়া আছে। উত্তরবঙ্গের মোট ৮টি জেলার জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। মালদহে গঙ্গা নদীর ভাঙন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার জন্য সবচেয়ে বেশি টাকা বরাদ্দ হয়েছে। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় তিস্তা নদীর ভাঙন রোধেও অর্থ বরাদ্দ করেছে সেচ দপ্তর।