বাপি ঘোষ
২১ মে, ২০১৭ ০৯:৪৬:০৭
বেড নেই, হাসপাতালের মেঝেয় চিকিৎসাধীন নকশাল নেতা

মেলেনি বেড, তাই হাসপাতালের মেঝেতেই চিকিৎসা চলছে নকশাল নেতা খোকন মজুমদারের। মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে ভর্তি হয়েছেন নব্বই বছর বয়সী এই সিপিআইএমএল নেতা। হাসপাতালের সিটি স্ক্যান মেশিন খারাপ থাকায় আজ সকালে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করানো হয়েছে।
১৯৬৮ সালে চারু মজুমদারের নির্দেশে নকশালপন্থীদের যে দল চীনে গিয়ে মাও-সে-তুং-এর সঙ্গে দেখা করেন সেই দলের অন্যতম সদস্য ছিলেন খোকন মজুমদার। সঙ্গে ছিলেন কানু সান্যাল, দীপক বিশ্বাস এবং খুদন মল্লিক। খোকন মজুমদার এখনও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য।