দুঃস্থ অসুস্থ নাট্যকর্মীদের পাশে দাঁড়াচ্ছেন “অথৈ”

‘ওথেলো’ নাটক আপাতভাবে প্রেম ও অপ্রেম দিয়ে ঘেরা হলেও সর্বত্র জুড়ে আছে ঔপনিবেশিকতা আর সাদা চামড়ার আগ্রাসন। অনেকগুলো বছর কেটে গেছে তারপর। তবুও আজ শেক্সপিয়ারের সর্বাধিক জনপ্রিয় নাটক ওথেলো। কারণ এই নাটক আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। আজও এই সাদা চামড়ার আগ্রাসন এবং উচ্চবর্ণের চাপ সৃষ্টি করা কমেনি। প্রতিদিন খবরে জাত ধর্ম বর্ণের হিংসা স্পষ্ট। ওথেলো অনুপ্রেরণায় নটধা থিয়েটার দল তাদের ৯০তম প্রযোজনায় মঞ্চে এনেছে “অথৈ”। গত তিনবছর ধরে এই নাটকটি দর্শকের ভালোবাসায় ঋদ্ধ হয়েছে।
তরুণ নাট্যনির্দেশক এবং অভিনেতা অর্ণ মুখোপাধ্যায় মঞ্চে নতুন ভাবে ফিরিয়ে এনেছেন এই নাটককে। একটি গ্রামের প্রেক্ষাপটে খুঁজতে চেয়েছেন ভারত তথা বিশ্বজুড়ে উচ্চবর্ণ ও নিম্নবর্ণের ভিতরকার রাজনীতিকে। বিহার, কর্ণাটক, গুজরাট কিংবা কাশ্মীর প্রভৃতি জায়গায় প্রতিনিয়ত যা ঘটছে তা প্রতিদিন সংবাদপত্রে প্রকাশ হচ্ছে। প্রতিদিন যে দলিত মেয়ে ধর্ষিত হচ্ছে। দলিত বলে পুড়িয়ে মারা বা জনজীবনের সামান্যতম সুবিধা দিতে অস্বীকার করা নিত্যদিনের ঘটনা। অথৈ প্রযোজনায় পরোক্ষভাবে এই সব ইস্যুই উঠে এসেছে। এই নাটকে শেক্সপিয়ারের ওথেলো হয়ে উঠল অথৈ, ডেসডিমনা হয়ে উঠল দিয়ামনা, আইগো হল অনগ্র। এভাবেই নাট্যকার ও নির্দেশক অর্ণ মুখোপাধ্যায় তার নাটকটিকে সমসাময়িক করার চেষ্টা করেছেন। এই নাটকে অর্ণ ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং তুর্ণা দাশ। প্রত্যেকেই অনবদ্য।
অথৈ আবার ফিরছে মঞ্চে। আগামী ১৭ মার্চ রোববার কলকাতার আকাদেমি অফ ফাইন আর্টসে সকাল ১০টায় মঞ্চস্থ হবে এই নাটক। একটি বিশেষ কারণে এই নাটক আবার ফিরে এল। নটধার পক্ষ থেকে জানানো হয়েছে, দুঃস্থ অসুস্থ নাট্যকর্মীদের পাশে থাকার জন্যই এই বিশেষ অভিনয়।