No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    নবদ্বীপ – বাংলার প্রাচীন রাজধানী  

    নবদ্বীপ – বাংলার প্রাচীন রাজধানী  

    Story image

    সামনেই দোলযাত্রা। শান্তিনিকেতনের বসন্ত উৎসব যেমন বিখ্যাত, নবদ্বীপ-মায়াপুরের গৌর পূর্ণিমা উদযাপনেও ভিড় করেন প্রচুর মানুষ। পর্যটকদের এক প্রিয় গন্তব্য নবদ্বীপ। কলকাতা থেকে খুব দূরে নয়। তাই ঘুরে আসা যায় সহজেই। 
        
    নদিয়া জেলার নবদ্বীপে জন্মেছিলেন চৈতন্যদেব । তিনি যেমন বৈষ্ণব ভক্তি আন্দোলনের এক পুরোধা ব্যক্তিত্ব, তেমনি ১৬ শতকের বিশিষ্ট সমাজ সংস্কারক। মধ্যযুগ নবদ্বীপ ছিল সংস্কৃত শাস্ত্রচর্চার পীঠস্থান। নব্যন্যায় দর্শনের কেন্দ্র। পাণ্ডিত্যের জন্য রঘুনাথ শিরোমণির খ্যাতি ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। তন্ত্রশাস্ত্রে অবদান রাখেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। দুরদূরান্ত থেকে পড়ুয়ারা আসতেন বিদ্বান হওয়ার ইচ্ছে নিয়ে। যে কারণে ‘বাংলার অক্সফোর্ড’ নামে পরিচিত হয় নবদ্বীপ।

    এক সময়ে পূর্ব ভারতে রাজনীতির ভরকেন্দ্র হয়ে ওঠে নবদ্বীপ। ১১৫৯ থেকে ১২০৬ সাল পর্যন্ত এখানে ছিল সেন রাজাদের রাজধানী। ১২০২ সালে নবদ্বীপ দখল করে নেন বখতিয়ার খিলজি। বাংলায় শুরু হয় তুর্কি শাসন।

    এই শহরের নাম কীভাবে এল? তা নিয়ে রয়েছে একাধিক মত। কেউ বলেন, ‘নব’ মানে নতুন। তার সঙ্গে ‘দ্বীপ’ জুড়ে ‘নবদ্বীপ’। সুলতানি যুগের ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজির বইতে নবদ্বীপকে ‘নওদিয়া’ বলা হয়েছে। যার অর্থ ‘নতুন দেশ’। কবি কর্ণপুর তাঁর ‘চৈতন্যচরিতামৃতাম্’ কাব্যে শহরটিকে ‘নবীন দ্বীপং’ বলে উল্লেখ করেন। আবার কারো কারো মতে, নয়টি দ্বীপের সমষ্টি হল নবদ্বীপ। 

    চৈতন্যদেব ভক্তিবাদ প্রচার করার ফলে বাংলার সমাজ, সাহিত্য, শিল্পে বিপ্লব দেখা যায়। নবদ্বীপের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বাড়তে থাকে। তবে, এই শহরে কেবল বৈষ্ণব নয়, শৈব, শাক্ত এবং বৌদ্ধ উপাসনারও বিকাশ ঘটে। তাই ধর্মীয় পর্যটন শিল্প গড়ে উঠেছে সহজেই। রাস উৎসব বা শাক্ত রাস, পট পূর্ণিমা, কিংবা রাস কালীপুজো নবদ্বীপের এক প্রধান উৎসব। একই অনুষ্ঠানে নানান প্রতিমার পুজো।  

    দর্শনীয় জায়গার মধ্যে আছে শ্রীচৈতন্য মঠ, মহাপ্রভু মন্দির, যোগপীঠ, রাধারানি মন্দির, মায়াপুরে ইসকনের চন্দ্রোদয় মন্দির, ভজন কুটির, সমাধি মন্দির, পূর্বস্থলী পাখিরালয়।

    কীভাবে যাবেন

    হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চড়ে সহজেই নবদ্বীপ যেতে পারেন। সময় লাগবে ২ ঘণ্টার মতো। এছাড়া কলকাতা থেকে বাসও যায় প্রচুর। সড়কপথে যেতে চাইলে দিল্লি রোড ধরে চলুন। দূরত্ব  ১১৭.২ কিলোমিটার। প্রায় ৪ ঘণ্টা সময় লাগবে। 

    বিস্তারিত জানতে যোগাযোগ করুন – 
    West Bengal Tourism Development Corporation Ltd
    DG Block, Sector-II, Salt Lake
    Kolkata 700091
    Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
    Website: https://www.wbtdcl.com/
    Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @