No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ পুলিশের, জঙ্গিপুরে চালু হল ‘গ্রিন সাইকেল টিম’

    নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ পুলিশের, জঙ্গিপুরে চালু হল ‘গ্রিন সাইকেল টিম’

    Story image

    বার নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ। মুর্শিদাবাদ জেলা-র জঙ্গিপুর পুলিশের উদ্যোগে নেওয়া হলো বিশেষ পদক্ষেপ। উদ্দেশ্য, প্রত্যন্ত এলাকার অলিগলিতে দ্রুত পৌঁছে গিয়ে, আরও তৎপর হয়ে মহিলাদের সুরক্ষা প্রদান করা।

     

    গত কয়েক মাসে মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে নারী সুরক্ষায় আরও তৎপর হয়েছে জেলা পুলিশ৷ ইতিমধ্যেই জঙ্গিপুর পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য জঙ্গিপুর এবং ধুলিয়ান পুরসভা এলাকায় মহিলা পুলিশ নিয়ে তৈরি উইনার্স বাহিনী মোটরসাইকেল নিয়ে শহরে টহল দেওয়া শুরু করেছে। শুধু তাই নয়, দুই পুরসভা এলাকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতে আরও ভালভাবে মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করা যায় সেই উদ্দেশ্য নিয়েই চালু হয়েছে পিঙ্ক মোবাইল ভ্যান এবং মহিলা পুলিশ বাহিনীর গ্রিন সাইকেল টিম। আপাতত জেলার ২০ জন মহিলা সদস্য সাইকেলে করে দুই পুরসভা এলাকার প্রত্যন্ত এলাকাগুলোতে নজর রাখবেন, টহল দেবেন। গত অক্টোবরের শেষে এই উদ্যোগের সূচনা হয়েছে জঙ্গিপুর এসপি অফিসে।

     

    জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় এ ব্যাপারে বলেছেন, শহরাঞ্চলে যেখানে বাসে এবং ট্রেনে মহিলারা বেশি যাতায়াত করেন এবং হাসপাতাল ও সাধারণ মানুষের ভিড় হয় এমন এলাকাগুলোতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য চালু হয়েছে পিঙ্ক মোবাইল ভ্যান। এছাড়া, গ্রিন সাইকেল পুলিশ বাহিনী চালু হয়ে যাওয়ার ফলে শহরতলির অলিগলিতে পুলিশের নজরদারি আরও বাড়বে। মহিলারা বা সাধারণ মানুষ বিপদে পড়লে তৎক্ষণাৎ পুলিশের সাহায্য চাইতে পারবেন।
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @