No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বয়স ৮১, ভারতে ঘুরে ঘুরে বাংলাদেশি ক্রিকেটারদের সমর্থন যোগাচ্ছেন মুক্তিযোদ্ধা নূর বক্স

    বয়স ৮১, ভারতে ঘুরে ঘুরে বাংলাদেশি ক্রিকেটারদের সমর্থন যোগাচ্ছেন মুক্তিযোদ্ধা নূর বক্স

    Story image

    দড়ির মতো পাকানো শরীর। একমুখ সাদা দাড়ি। মাথায় সবুজ-লাল টুপি। হাতে একতারা। ৮১ বছরের ‘শিশু’ নূর বক্স হাসিতে-গানে ভরিয়ে রাখছেন চারপাশকে। বয়স তাঁর কাছে একটি সংখ্যা মাত্র। বাংলাদেশের ক্রিকেট দল এসেছে ভারত সফরে। তাঁদের সমর্থন জোগাতে সুদূর ঝিনাইদহ থেকে তিনি চলে এসেছেন দিল্লি। সেখান থেকে রাজকোট, নাগপুর হয়ে ইন্দোর। ম্যাচের ফলাফল যাই হোক, জাতীয় পতাকা তাঁর হাতে উচ্ছল হয়েছে গোটা ম্যাচ জুড়ে।

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে সেনাবাহিনীর চাকরিও করেছেন। মুক্তিযোদ্ধা ভাতা আর পেনশনের টাকাতেই তিনি বেরিয়ে পড়েন জাতীয় দলকে সমর্থন জোগাতে। এবারেও খেলার টানেই চলে এসেছেন ভারতে। সঙ্গী একটা ব্যাগ। এই বয়সেও এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যান নিরলস। প্রাণশক্তিতে ভাঁটা পড়ে না একচুলও। হোটেল না পেলে যেখানে জায়গা পান, সেখানেই শুয়ে পড়েন। এইসব নিয়ে ভাবতে চান না নূর বক্স। এভাবে ঘুরে ঘুরে খেলা দেখে, হাসিতে-মজায় জীবন কাটিয়েই খুশি তিনি। টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে জয় এসেছে। তাঁর আশা টেস্ট সিরিজেও ভালো কিছু করবে বাংলাদেশ। আপাতত সেই স্বপ্নেই বুঁদ নূর বক্স।   

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @