মহম্মদ আলি পার্কে একচালার প্রতিমা, মণ্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা

সেপ্টেম্বরের শুরুতেই হয়ে গেছে খুঁটি পুজো। কলকাতার ঐতিহ্যবাহী মহম্মদ আলি পার্কের এবার থিম কী? বিশেষ আকর্ষণই বা কী? এ প্রশ্ন আসলে গোটা কলকাতাবাসীর। প্রতি বছর যেখানে পুজো হয়, সেখানে কিছু অসুবিধা থাকায় এবার পুজো হচ্ছে পাশের একটি ছোটো জায়গায়।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, থিমে যেতে চাইছেন না তাঁরা। তাছাড়া যে জাঁকজমকপূর্ণভাবে মহম্মদ আলির পুজো মানুষ দ্যাখেন, তাও এবার হচ্ছে না। দুর্গা প্রতিমা হবে একচালার। মণ্ডপ খুব ছোটো আকারে তৈরি হবে। একেবারেই হইচই থাকবে না। দর্শনার্থীরা মণ্ডপের বাইরে দাঁড়িয়ে প্রতিমা দেখেই চলে যাবেন। এমনকি সেখানেও প্রবেশ করার জন্য থাকছে স্যানিটাইজার টানেল।
৫২ বছরে পা রাখবে মহম্মদ আলি পার্কের ঐতিহ্যবাহী পুজো। এবার পুজো হবে মহম্মদ আলি পার্কের ফায়ার স্টেশনের সামনে। মেলা, দোকান কিছুই বসবে না। মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রতিমা ছোটো হয়ে ১০-১২ ফুটের মধ্যে থাকবে। কিন্তু তাতে একটা চমক রাখার চেষ্টা করা হবে। এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা।