No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    নিরানব্বই-এ মৃণাল সেন, পঞ্চাশ-এ ‘কলকাতা ৭১’

    নিরানব্বই-এ মৃণাল সেন, পঞ্চাশ-এ ‘কলকাতা ৭১’

    Story image

    আমাদের বাংলা ছবি আজ প্রায় জীবনবিমুখ হয়ে গিয়েছে বলে মনে করি। অবশ্য, জীবন বলতে যা আছে তা হলো, অবৈধ প্রেম, রগরগে যৌনতা, ডিটেকটিভ পাতাল-সুড়ঙ্গ, আর কাতুকুতু দিয়ে কমেডি। পাশাপাশি বিশেষ লুক নিয়ে হাজির একঘেয়ে সাউন্ড, এফেক্ট আর ইমেজ — এই হল বর্তমান বাংলা সিনেমা।

    বাংলায়, আমরা যারা যুদ্ধ, দেশভাগ, মন্বন্তর দেখিনি; কিন্তু, সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলন দেখেছি, দেখেছি নোটবন্দি ও তার রাজনীতি, সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে রাজনীতিকদের অভিসন্ধি, তার কোনো ছায়া এ যুগের বাংলা ছবিতে দেখলাম কি? বাংলার বাইরে কিন্তু খোঁজ মেলে সেই ‘দেখার’। কিছু তথ্যচিত্র বাদ দিলে বাংলা মেতে রইলো ফেলুদা আর ব্যোমকেশ-এ, দুর্বল এফেক্টময় সাউন্ড-থ্রিলারে। বাংলা ছবির এই আকালে তাই সন্ধান করতে হল ইতিহাসের সিন্দুকে। সাহসী এক চিরনবীণের দেখা মিললো, সেখানেই। যদিও তিনি আমাদের মাঝে ছিলেন এই কিছু বছর আগেও। একা, অন্তরীণ।

    জীবনকে যিনি দূরবিনে দেখেননি দোতলার বারান্দা থেকে। মিলেছেন, পথে হেঁটে জনগণের মিছিলে, ভিড়ে। কাঁধে হাত রেখে যুব সমাজকে বলেছেন, কত সহজে জীবনের কথা বলা যায় সেলুলয়েডে। প্রথা স্বীকারে, অস্বীকারে। নানা অপমান সহ্য করেছেন, কিন্তু কোনো সিগনেচার তৈরি করেননি, কখনও। সময়ের দাবি মেনে, শিল্প-মাধ্যমের পরীক্ষা-নিরীক্ষা থেকে নিজেকে এক মুহূর্ত সরিয়ে নেননি মৃণাল। সূচনা করেছেন ভারতীয় চলচ্চিত্রে নব-তরঙ্গ। আজ, দিল্লির কৃষক আন্দোলনের দিকে তাকালে, রাষ্ট্রের ভূমিকার বাস্তব চেহারা, ‘কোরাস’-এর শেষ দৃশ্যের মেটাফরের সঙ্গে মিলিয়ে দেখুন, কেমন মিলে যায় অনেককিছুই। এই হলেন, মৃণাল সেন। বাঙালির গুরু ভাজনার থেকে অনেক দূরে, এক্কেবারে রাস্তায় দাঁড়িয়ে জীবনের র (Raw) ফুটেজকে যিনি শিল্পের মান্যতা দেন সেলুলয়েডে, তিনিই পদাতিক মৃণাল সেন। তাই, মৃণাল-চর্চা আবার, বারবার। একদিন, প্রতিদিন। বাংলা ছবিতে সাহস ফিরিয়ে আনতে। কালোবাজারীদের বিপরীতে একটা নতুন সিনেমা-চর্চা শুরুর ভাবনায়, আমাদের ‘মৃণাল মঞ্জুষা’।

    জীবনস্মৃতি কর্তৃক আয়োজন

    আজকের এই অন্ধকার থেকে উঠে দাঁড়াতে, পাওয়া আর পাইয়ে দেওয়া, অনুদানের বকলস গলায় পরে, প্রথাগত অভ্যেসগুলোকে চ্যালেঞ্জ করার সাহস মৃণাল সেন। তাই, মৃণাল সেন, মৃণাল সেনের জীবন, দর্শন আর সিনেমা — আমরা ভাবি। আমরা কথা বলি।

    প্রতি বছরের মতো এবছরও আজ মৃণাল সেনের  জন্মদিন উপলক্ষ্যে উত্তরপাড়ার ‘জীবনস্মৃতি’ ডিজিটাল আর্কাইভ থেকে আমরা প্রকাশ করব বাংলা নববর্ষ ১৪২৮-এর একটি ক্যালেন্ডার এবং একটি পোস্টারের প্রতিলিপি। ক্যালেন্ডারের বিষয়— “নিরানব্বই মৃণাল সেন, পঞ্চাশ কলকাতা ৭১”।

    ২০১৩ সালে এই ছবিটি আমার নিজের তোলা

    একাধিকবার তাঁর সান্নিধ্যে আসতে পেরে আমি গর্বিত বোধ করি। জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের উদ্যোগে মৃণাল সেনের জীবন, দর্শন ও চলচ্চিত্র বিষয়ক একটি ডিজিটাল আর্কাইভ নির্মাণের কাজ শুরু হয়েছে ২০১৭ সাল থেকেই। ২০১৮-তে, মৃণাল সেনের প্রয়াণের পর, তাঁর পুত্র কুণাল সেন ২০১৯-এ জীবনস্মৃতি’কে দান করেছেন মৃণাল সেনের সংগ্রহ থেকে কিছু ফিল্ম, শিল্প, রাজনীতি এবং অন্যান্য বিষয়ের ইংরেজি ও বাংলা-সহ মোট ৪২৫টি বই ও পত্র-পত্রিকা, সঙ্গে একটি কাঠের বুক সেলফ।এ ছাড়া দান করেছেন মৃণাল সেন পরিচালিত বিভিন্ন চলচ্চিত্রের ২৫০টি শুটিং-স্টিল, ‘একদিন অচানক’ চলচ্চিত্রের সেটে ব্যবহৃত ঘোড়ার মূল চিত্র এবং তাঁর ব্যবহৃত কলম, চশমা, পাইপ, পাঞ্জাবি, পাজামা, জহর কোট, টুপি। ২০১১, ২০১৩-১৪ সালে পরপর তিনবার জীবনস্মৃতির পক্ষ থেকে আমার নেওয়া প্রায় তিন ঘণ্টার অডিও-ভিডিও সাক্ষাৎকার এবং নানান মেজাজের চলমান ও স্থিরচিত্র রয়েছে এই সংগ্রহে।

    উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সোমেশ্বর ভৌমিক গত বছর জীবনস্মৃতিকে দান করেছেন ১৯৮৭ সালে তাঁরই নেওয়া মৃণাল সেনের একটি প্রায় আড়াই ঘণ্টার অডিও সাক্ষাৎকার। বিভিন্ন সময়ে পত্র-পত্রিকা, বই এবং সংবাদপত্রে প্রকাশিত মৃণাল সেনের সাক্ষাৎকার এবং তাঁর চলচ্চিত্র প্রসঙ্গে নিজের, অন্যান্য লেখকদের লেখার সংগ্রহ থাকছে এই তালিকায়। চলছে টেলিভিশন ও ব্যক্তিগত উৎসাহে নেওয়া অডিও-ভিডিও সাক্ষাৎকার সংগ্রহের কাজ। সংগ্রহ করা হয়েছে মৃণাল সেন পরিচালিত বিভিন্ন কাহিনিচিত্র, তথ্যচিত্র এবং টেলিভিশন ধারাবাহিকের ডিজিটাল কপি। মৃণাল সেন রচিত বই, বিশেষ করে প্রথম সংস্করণ; নানান পত্র-পত্রিকায় ছড়িয়ে থাকা তাঁর লেখা প্রবন্ধ, নিবন্ধ, চিত্রনাট্য সংগ্রহ এবং তার ডিজিটাল ক্যাটালগ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ক্যামেরা বন্দি করা হচ্ছে মৃণাল সেনের আত্মীয়, বন্ধু-বান্ধব এবং তাঁর পরিচালিত নাটক ও চলচ্চিত্রের অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীদের সাক্ষাৎকার ।  প্রস্তুত করা হচ্ছে আলোকচিত্র ও নানা নথিপত্র, যেমন, সংবাদপত্র-কর্তিকা, চলচ্চিত্র-পুস্তিকা ইত্যাদির ডিজিটাল স্ক্যান কপি এবং তার ডিজিটাল তথ্য তালিকা।

    মৃণাল-পুত্র কুণাল সেন কিছু দুর্লভ সংগ্রহ তুলে দিচ্ছেন ‘মৃণাল মঞ্জুষা’য়

    উত্তরপাড়াতেই আমাদের নতুন একটি ফ্ল্যাটের এক ঘরকে মৃণাল সেনের সংগ্রহ দিয়ে ‘মৃণাল মঞ্জুষা’ শিরোনামে মিউজিয়াম করার কাজও শুরু হয়েছে। উৎসাহী চিন্তক ও গবেষকদের জন্য আগামী বছর ২০২২ মৃণাল সেনের জন্মশতবর্ষ সূচনা উপলক্ষ্যে এই মিউজিয়ামের শুভ উদ্বোধন করা হবে। অনলাইন পরিষেবার মাধ্যমে বর্তমানে গবেষকদের জন্য এই বিষয়ে নানা তথ্য সংগ্রহ করার ব্যবস্থা ইতিমধ্যে চালু করা হয়েছে।

    আসলে আমি শিল্পের মধ্যে বাস করতে ভালোবাসি। মনে করি, এই আকালে একটি ভালো শিল্পই পারে বাঁচার রসদ জোগাতে। একটু একটু করে আমার ভাবনাগুলোকে জড়ো করে সাজাচ্ছি। আর দূর থেকে মৃণালবাবু মিটিমিটি হাসছেন। আমার দিকে তাকাচ্ছেন আর হয়তো বলছেন, “কী পাগলামিটাই না করছ হে”। শিক্ষকের জন্য এটুকুই তো করতে পারি। আজ মৃণাল সেনের জন্মদিন। আকাশ মেঘলা। হয়তো সিগারেট খেতে খেতে মৃণাল সেন ভাবছেন পরবর্তী প্লটের কথা। শিল্পীদের ভাবা ছাড়তে নেই। ওটাই শিল্পীর একমাত্র রেওয়াজ।

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @