No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    সোমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিগুলি নজরে থাক 

    সোমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিগুলি নজরে থাক 

    Story image

    কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গেছে। এবছর উৎসবের ২৫ বছর পূর্তি, তাই রয়েছে জমকালো কিছু আয়োজন। এছাড়া, ফোকাস দেশ জার্মানিকে নিয়েও সবার মধ্যে আগ্রহ লক্ষ করার মতো। আগামীকাল ১১ নভেম্বর সোমবার চলচ্চিত্র উৎসবে গোটা মহানগর জুড়ে অনেকগুলো সিনেমা দেখানো হবে। তার মধ্যে কোনগুলি বিশেষভাবে দেখার মতো, তার একটি তালিকা দিচ্ছি আমরা। 

    ১৯৬৯ সালে মুক্তি পেয়েছিল মার্কিন পরিচালক ডেনিস হপারের ছবি ‘ইজি রাইডার’। রোড ড্রামার আঙ্গিকে দুই বাইক আরোহীর গল্প বলেছেন পরিচালক। ছবিটি তখনকার নিউ হলিউড আন্দোলনের একটি মাইলফলক হয়ে উঠেছিল। কাল ‘ফিফটি ইয়ার্স সেলিব্রেশন-রিস্টোরড ক্লাসিকস’ বিভাগে ছবিটি দেখানো হবে নন্দন ১-এ সকাল ৯টায়। একবার দেখে আসতেই পারেন সিনেমাটি।

    নন্দন ১-এ সন্ধে ৭টা ১৫ থেকে ‘মায়েস্ত্রো’ বিভাগে থাকছে কিংবদন্তী পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের ‘উড়োজাহাজ’। একটি মানুষের বেঁচে থাকার স্বপ্ন, ব্যক্তিগত ফ্যান্টাসি কীভাবে রাষ্ট্রীয় আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে, তা এই ছবিতে ফুটে উঠেছে। প্রধান চরিত্রে আছেন চন্দন রায় সান্যাল এবং পার্নো মিত্র। 

    কেরালার পরিচালক মনোজ খানার ছবি ‘কেনজিরা’ থাকছে ‘আপহিয়ার্ড ইন্ডিয়া: রেয়ার ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ফিল্মস’ বিভাগে। ছবিটি পানিয়া ভাষায় নির্মিত। পানিয়ারা কেরালারই এক উপজাতি। নন্দন ২-এ ছবিটি দেখতে পাবেন সকাল ১১টা ১৫ থেকে। 

    এবারের চলচ্চিত্র উৎসবের থিম দেশ জার্মানি। ‘জার্মান ক্লাসিকস’ বিভাগে কাল থাকছে ‘ডক্টর মাবুসে, ডের স্পিয়েলার’। ১৯২২ সালে মুক্তি পাওয়া এই নির্বাক ছবিটির পরিচালক ফ্রিৎজ লাং। ছবিটির পরতে পরতে আছে অতীন্দ্রীয়তা। ডক্টর মাবুসে সিরিজের এটিই প্রথম ছবি। সিনেমাটি নন্দন ৩-এ সকাল ১১টা ১৫ থেকে দেখতেই পারেন।

    রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে বিকেল ৫টা ১৫ থেকে দেখানো হবে ‘বাকি ইতিহাস’। ‘বেঙ্গলি প্যানোরমা’ বিভাগে রয়েছে ছবিটি। পরিচালক তুষার বল্লভের এটি প্রথম ছবি। এই সিনেমায় উঠে এসেছে গ্রাম বাংলার প্রান্তিক মানুষের কথা। ছবিতে রাজনীতি আছে, তবে প্রচলিত রাজনৈতিক ছবির ঘরানায় এটি পরে না। 

    পশ্চিম জার্মানির পরিচালক রাইনের ওয়ার্নার ফাসবিন্ডারের ছবি ‘ডাই এহে ডের মারিয়া ব্রাউন’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৮ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী দ্বিখণ্ডিত জার্মানিতে মারিয়া নামের একটি মেয়ের জীবন সংগ্রাম এই ছবির বিষয়বস্তু। সারা বিশ্বে প্রশংসিত এই ছবিটি দেখতে পাবেন নজরুল তীর্থে সকাল ১১টা থেকে। ছবিটি থাকছে ‘নিউ জার্মান সিনেমা’ বিভাগে। 

    ‘সিনেমা ইন্টারন্যাশানাল’ বিভাগের ছবি ‘ক্যাট ইন দ্য ওয়াল’ দেখানো হবে ‘নিউ এম্পায়ার’ প্রেক্ষাগৃহে রাত সাড়ে ৮টায়। বুলগেরিয়ার দুই পরিচালক মিনা মিলেভা এবং ভেসালা কাজাকোভা তুলে ধরেছেন সমকালীন ইউরোপের শরণার্থী সমস্যা, বিদেশি ভীতি, ব্রেক্সিটের মতো পরিস্থিতির টানাপোড়েন।

    ফরাসি পরিচালক কোস্তা গ্রাভ্রাস তাঁর রাজনৈতিক থ্রিলারগুলির জন্য বিখ্যাত। তাঁর ছবি ‘অ্যাডাল্টস ইন দ্য রুম’ দেখানো হবে পিভিআর সিনেমায় (অবনী মল) দুপুর ২টো থেকে। ‘মায়েস্ত্রো’ বিভাগে থাকছে ছবিটি। গ্রিসের রাজনৈতিক সমস্যার প্রেক্ষিতে এই ছবি বানানো হয়েছে।

    আলেকজান্ডা ক্লুজের ছবি ‘ডের আংগ্রিফ ডের গেগেনভার্ট আউফ ডাই উব্রিজ জিয়েট’ ছবিটি থাকছে ‘ফোকাস: জার্মানি’ বিভাগে। রবীন্দ্র ওয়াকুরা ভবনে দুপুর ১২টায় গিয়ে দেখতেই পারেন ছবিটি। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া বাসু চট্টোপাধ্যায়ের ছবি ‘এক রুখা হুয়া ফয়সলা’ দেখানো হবে চলচ্চিত্র শতবর্ষ ভবনে বিকেল ৪টে থেকে। ‘ইন্ডিয়ান মাস্টার: বাসু চ্যাটার্জি’ বিভাগে থাকছে এই কোর্টরুম ড্রামা ছবিটি। এটিও রইল বঙ্গদর্শনের পছন্দের তালিকায়।

    টিম বঙ্গদর্শন কালকের জন্য এই ছবিগুলি বেছে নিয়েছে। তবে কোন ছবি দেখবেন, কোন ছবি দেখবেন না, তা শেষমেশ বিচার করবেন আপনিই।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @