No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বাংলার একমাত্র ইতিবাচক ঠিকানায় আস্থা ৫ লক্ষর বেশি পাঠকের

    বাংলার একমাত্র ইতিবাচক ঠিকানায় আস্থা ৫ লক্ষর বেশি পাঠকের

    Story image

    শহরজোড়া ফ্লেক্স নেই, বিজ্ঞাপনের বাহার নেই, খবরের ইঁদুর-দৌড়ে মাথা গলানোও নেই। তারপরেও গত জুন মাসে বঙ্গদর্শনের পাঠকসংখ্যা একলাফে ৫ লক্ষ ছাড়ালো (সূত্র: গুগল অ্যানালিটিক্‌স)। বিগত কয়েকমাস ধরেই পাঠকসংখ্যা বাড়ছিল আমাদের। অসংখ্য কমেন্ট, শেয়ারিং ও ইনবক্সে আসা মেসেজে পাঠকদের আন্তরিকতার উত্তাপ ও আস্থা টের পাচ্ছিলাম আমরা। তা বলে, মাত্র একমাসে পাঠকসংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে যাবে ভাবা যায়নি। আমরা আপ্লুত, কৃতজ্ঞও। জনপ্রিয়তা বাড়লে প্রত্যাশা বাড়ে। দায়িত্বও বাড়ে বৈকি। সেই দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা আমরা করব।

    রোজকার হাজারো খবরের ইঁদুরদৌড়ে আমরা কোনোদিনই ছিলাম না। পথচলার শুরু থেকেই আমরা চেয়েছি, বাংলার যা-কিছু ভালো, যা-কিছু ইতিবাচক একমাত্র তারই ঠিকানা হয়ে উঠুক আমাদের পোর্টাল। বাংলা ও বাঙালির ইতিহাস ও দৈনন্দিন জীবন ছেনে তুলে আনা নানা মণি-মুক্তো-মোহর সাজিয়েই ভরে উঠছে আমাদের পোর্টালের সমস্ত বিভাগ। এতদিন পরে আমরা বলতেই পারি, সত্যিই বাংলার একমাত্র ইতিবাচক ঠিকানা হয়ে উঠতে পেরেছে ‘বঙ্গদর্শন’। সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি, রাজনৈতিক সন্ত্রাসের খবর এখানে মিলবে না। সস্তার জনপ্রিয়তা পাওয়ার লোভে গুজব, ব্রেকিং নিউজ বা ভুয়ো খবরের ক্রমবর্ধমান দুনিয়াকেও সযত্নে পাশ কাটিয়ে চলেছি আমরা। আশা রাখি, ভবিষ্যতেও পারব।  

    প্রতিদিন বাংলা-কেন্দ্রিক ইতিবাচক খবর বা বিষয় খোঁজা নেহাত সহজ ব্যাপার নয়। তা সত্ত্বেও প্রতিটা লেখার গুণমানের প্রতি আমরা দায়বদ্ধ। জারি আছে লেখার আড়ালে প্রয়োজনীয় গবেষণাও। আমাদের পোর্টাল থেকে কোনো বিভ্রান্তিকর তথ্য বা খবর যাতে না পরিবেশিত হয়, সে-বিষয়ে আমরা সতর্ক। এই বাংলার ভিতরেই এখনো জন্ম নেয় হাজারো সত্যি রূপকথা, অসংখ্য মানুষ চেনা আমাদের দুনিয়াটাকেই চেনাতে চান নতুনভাবে। সেইসব খবর, সেইসব মানুষদের কথাই বলে চলেছে বঙ্গদর্শন, বলে চলবেও। আমরা নিশ্চিত, এর জন্য কোনোদিন খবর খোঁজার প্রতিযোগিতায় নামতে হবে না আমাদের।

    আপনারা পাশে থাকুন, ঠিক এইভাবেই উৎসাহ দিন আমাদের। বঙ্গদর্শনের লেখা ভালো লাগলে পরিচিত মহলে ছড়িয়ে দিন। এইভাবেই আরো নতুন নতুন পাঠকদের কাছেও পৌঁছে যাব আমরা। যে-কোনো সমালোচনাও আমাদের জানান নির্দ্বিধায়। কোথাও কোনো ভালো কাজ, উদ্যোগ দেখলেও আমাদের জানাতে ভুলবেন না। ইতিবাচক বাংলাকে সামনে আনার এই উদ্যোগে সামিল হোন আপনারাও। আমরা চাই, ৯ কোটি বাঙালির যাবতীয় ইতিবাচক দিক, সংস্কৃতির ঠিকানা হয়ে উঠুক আমাদের পোর্টাল।

    ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।  

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @