No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ‘এই মেঘলা দিনে একলা’র ফ্রেম সুপ্রিয় মিত্রের ছবিতে

    ‘এই মেঘলা দিনে একলা’র ফ্রেম সুপ্রিয় মিত্রের ছবিতে

    Story image
    বর্ষামঙ্গলে চোখের নেশা লাগছে ক্রমশ। ক্রমশ পাল্টে যাচ্ছে রোজনামচার ধরন। মানুষের প্রেম জমছে রাস্তায়। কোনো এক বিকেলের বৃষ্টির ছাট গায়ে গায়ে বসে আছে। উপুর হয়ে শুয়ে আছে একান্ত আদিখ্যেতা। ঋতুপর্ণর কণ্ঠে সেই প্রথম শোনা দেয়া মানে মেঘ। সেই মেঘ বিকেলেরও হতে পারে, আবার রাত্রের। মেঘাড়ম্বরে বৃষ্টি নামলে মাঠ-ঘাট-শহরের কোলাহল পার করে কোনো এক ছবিওয়ালা গন্তব্যে পৌঁছে যাবে ঠিক। ছবিওয়ালার চোখে শহর। বৃষ্টির শহর। আষাঢ়ে শহর। আজকের ছবিমহল জুড়ে জল-কাদা-ছাতা আর ভরপুর ছেলেবেলার ছবি। ফ্রেমবন্দি করেছেন সুপ্রিয় মিত্র।

     

    ক্যানভাসমান


    মেঘ চিত্তে


    ছায়ায় হলুদ

    ফিরি ফেরার কামনায়
    ও মেঘ, অবাধগতি
    মেঘসীমা ও যুদ্ধের পায়রা

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @