No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মিও আমোরে-কে টেক্কা দিতে রাজ্যে ফের মনজিনিস, সঙ্গী গাঙ্গুরাম

    মিও আমোরে-কে টেক্কা দিতে রাজ্যে ফের মনজিনিস, সঙ্গী গাঙ্গুরাম

    Story image

    দুই পুরোনো শরিক এখন সম্মুখ সমরে। না না, ভোটযুদ্ধের কথা হচ্ছে না। তবে, ভোটের ভরা বাজারেই প্রতিদ্বন্দ্বিতার নতুন আঁচ যোগ করতে রাজ্যে ফের হাজির ‘মনজিনিস’। তাদের নতুন জোটসঙ্গী বিখ্যাত গাঙ্গুরাম সুইটস। মনজিনিস ব্র্যান্ডের পুরোনো সঙ্গী সুইৎজ ফুডস প্রাইভেট লিমিটেডের ব্রান্ড ‘মিও আমোরে’-র অসংখ্য বিপণি এখন হইহই করে চলছে কলকাতায় এবং রাজ্যের অন্যত্র। মনজিনিস মিও আমোরেকে কতখানি টক্কর দিতে পারে, সেটাই এখন দেখার।

    মনজিনিস আর সুইৎজ ফুডস প্রাইভেট লিমিটেডের প্রায় পঁচিশ বছরের মধুর পার্টনারশিপে ছেদ পড়েছিল ২০১৫ সালে। ১৯৯২ সাল থেকে মনজিনিস ব্যবসা করছে এই রাজ্যে। তাদের কেক, পেস্ট্রি অবশ্য উৎপাদন করত সুইৎজ ফুডস প্রাইভেট লিমিটেডই। কেকপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছিল মনজিনিস। এরপর, দুই সংস্থার ছাড়াছাড়ির পরে সুইৎজ ফুডস প্রাইভেট লিমিটেড বাজারে আনে নিজস্ব কেক, স্ন্যাকস, পেস্ট্রির ব্রান্ড—মিও আমোরে। মনজিনিসের বিপণিগুলিতেই নতুন করে শুরু হয় মিও আমোরের বিক্রিবাটা। নাম বদলালেও বাজার ধরতে অসুবিধে হয়নি মিও আমোরের। কারণ, উৎপাদিত দ্রব্যের স্বাদবদল হয়নি। বলা যায়, মনজিনিস নামে তৈরি হওয়া জমিতেই ফসল বুনেছিল মিও আমোরে।

    কিন্তু, সেই জমিতেই এখন জোর টক্করের সম্ভাবনা। ব্যবসা বিচ্ছেদের শর্ত অনুযায়ী তিন বছর রাজ্যে নিজের নামে ব্যবসা করতে পারেনি মনজিনিস। সেই তিন বছর অতিক্রান্ত। এবারে রাজ্যে ফের হাজির হতে চলেছে তারা। এবারে তাদের সঙ্গী গাঙ্গুরাম চেইন। মিষ্টি ব্যবসায় সাফল্যের পর এবারে বেকারি ব্যবসায় পা রাখতে চলেছে গাঙ্গুরাম। তাদের তৈরি কেক, স্ন্যাক্স, পেস্ট্রি বিপণন করবে মনজিনিস। চুক্তি দশ বছরের। ইতিমধ্যেই পরিকাঠামো গড়ে তোলার কাজ শেষ। কেনা হয়ে গেছে সাততলা বাড়িও।

    মনজিনিসের বিপণি খোলার জন্য ইতিমধ্যেই অসংখ্য আবেদনপত্র জমা পড়েছে বলে খবর। মনজিনিসের নাম এখনো ভুলে যাননি রাজ্যের মানুষ। ফলে, বাজার ধরা নিয়ে তারা আশাবাদী। অপরদিকে, মিও আমোরেও আত্মবিশ্বাসী নিজেদের বাজার ধরে রাখা নিয়ে। মনজিনিস আর গাঙ্গুরামের জোটকে বিশেষ নম্বর দিতে তারা রাজি নন। 

    ভোটযুদ্ধের বাজারে এই নতুন প্রতিদ্বন্দ্বিতা অবশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করছে রাজ্যবাসী। মিও আমোরে কিংবা মনজিনিস-- দু’তরফেই যে তাঁদেরই লাভ। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @