এবার ‘মোহনবাগান রত্ন’ সুব্রত ভট্টাচার্য

খেলোয়ার ও কোচ হিসেবে তাঁর পকেটে ৭৮টি ট্রফি। স্টপার হিসেবে ৫৪৪ ম্যাচ খেলেও ৫৫টি গোল। এরকম চোখ ধাঁধান কেরিয়ারই কেবল নয়, নানা সময় নানা প্রলোভন এসেছে, তবু নিজের প্রাণের ক্লাবকে ছেড়ে যাননি তিনি। আর এবার এল তারই স্বীকৃতি। মোহনবাগান রত্ন পাচ্ছেন ময়দানের বাবলুদা, সুব্রত ভট্টাচার্য।
ক্লাব কমিটির নির্বাচনে বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়েও হেরে যান সুব্রত। কিন্তু তাতে ক্লাব যে তাঁর অবদান ভুলে যায়নি, এই স্বীকৃতি তার প্রমাণ। সম্মান প্রাপ্তির খবর পেয়ে স্বভাবতই আপ্লুত সুব্রত। বলছেন, ‘অনেক প্রলোভনেও কখনও ক্লাব ছাড়িনি। এটা হয়তো তারই স্বীকৃতি। নিজের ক্লাবের কাছ থেকে সরকারি সম্মান পেলে তো ভাল লাগবেই’।
এছাড়াও ঝুলন গোস্বামী, বলবন্ত সিংহ, দেবব্রত দাস, লিলি দাস, সেখ সাহাবুদ্দিনকে সম্মান জানাচ্ছে মোহনবাগান।