সৃজন ও মননের বর্ণাঢ্য সম্ভার নিয়ে শুরু হল মায়া’র শিল্প-মেলা

৪র্থ তম বর্ষে পড়লো মায়া’র শিল্প-মেলা (Maya Art Fair)। বিগত নয় বছর ধরে ভারতের সাংস্কৃতিক রাজধানীতে সৃজন ও মননের নতুন নতুন দিগন্ত আবিষ্কার করে চলেছে রাজডাঙার ‘মায়া আর্ট স্পেস’ (Maya Art Space); এর উদ্যোগেই গত কয়েক বছর ধরে আয়োজিত হচ্ছে ‘মায়া আর্ট ফেয়ার’। এবছরও তার অন্যথা হয়নি।
শুধু পেন্টিং নয় স্কাল্পচার, সেরামিকের বিভিন্ন হস্তশিল্প, কার্টুন, এচিং, গ্লাসিং সবকিছুই রয়েছে এই মেলায়। প্রতিদিনই গান, আলোচনা ইত্যাদি কিছু না কিছু অনুষ্ঠানের আয়োজন থাকে।রসনাতৃপ্তির জন্য থাকে বিশেষ ধরনের কিছু খাবার দোকানও। একটা মেলায় যা যা থাকে, সবই আছে ‘মায়া আর্ট ফেয়ার’-এ। শিল্পের সঙ্গে সাধারণের যোগাযোগ তৈরি করা, ঘরে ঘরে শিল্পীদের শিল্পকর্ম পৌঁছে দেওয়া—সামাজিক দুরত্ব ঘোচানোই এই মেলার উদ্দেশ্য।
একটা প্রথাগত ধারণা তৈরি হয়েছে যে, ‘আর্ট ফেয়ার’ মানেই সাধারণের নাগালের বাইরে। এই ধারণাকেই ভাঙতে চাইছে ‘মায়া আর্ট ফেয়ার’।
“এটা আমাদের চতুর্থ তম শিল্প-মেলা। কয়েক বছরের মধ্যেই এত সাড়া ফেলবে, আমরা ভাবিনি। সিনিয়র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট, আনকোরা আর্টিস্ট সকলের শিল্পকর্ম এখানে পাশাপাশি, এক ছাদের তলায় প্রদর্শিত হয়। সব শিল্পকর্মই সমান গুরুত্ব পায় এবং প্রত্যেকটা শিল্পকর্মই পকেটসুলভ। একটা প্রথাগত ধারণা চালু আছে যে, ‘আর্ট ফেয়ার’ মানেই সাধারণের নাগালের বাইরে। এই ধারণাকেই ভাঙতে চাইছে ‘মায়া আর্ট ফেয়ার’। এই মেলায় যা যা শিল্পসামগ্রী মিলবে, তা যেন সাধারণ মানুষ সংগ্রহ করতে পারেন, সেদিকটা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” বলেন মায়া আর্ট স্পেস-এর কর্ণধার মধুছন্দা সেন।
সমসাময়িক থেকে ধ্রুপদী, সবরকম কাজই এখানে থাকছে। এখানে আপনি সংগ্রহ করতে পারবেন সোমনাথ হোর, যোগেন চৌধুরী, সনৎ কর, বিমল কুণ্ডু, পার্থ দাশগুপ্ত, সনাতন দিন্দা, শুভাপ্রসন্ন, প্রদীপ সাহা, অরুনাংশু রায়, উদয় দেব প্রমুখের সৃষ্টিকর্ম। শিল্পীদের হাতে গড়া সেরামিকস, টেরাকোটা, পোস্ট কার্ড, ফুলদানি, পটচিত্র, কার্টুন, মুখোশের বিচিত্র সম্ভারও মুগ্ধ করার মতো। ৬ থেকে ৮ জানুয়ারী, তিনদিন ব্যাপী এই মেলা চলবে ২টো থেকে ৮টা পর্যন্ত।
ঠিকানা-
মায়া আর্ট স্পেস
মোহনা; ৩২৯ শান্তি পল্লি, রাজডাঙা, কলকাতা- ৭০০১০৭