No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মায়া আর্ট স্পেস-এর উদ্যোগে পঞ্চম বর্ষে বর্ণাঢ্য শিল্পমেলা

    মায়া আর্ট স্পেস-এর উদ্যোগে পঞ্চম বর্ষে বর্ণাঢ্য শিল্পমেলা

    Story image

    ম্প্রতি হয়ে গেল মায়া শিল্পমেলা (Maya Art Fair)। বিগত পাঁচ বছর ধরে এই মেলার আয়োজন করে চলেছে রাজডাঙার ‘মায়া আর্ট স্পেস’ (Maya Art Space)। সৃজন ও মননের নতুন নতুন দিগন্ত আবিষ্কার করে চলেছে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই আর্ট গ্যালারি। এবছর মায়া আর্ট ফেয়ার আয়োজিত হয়েছিল ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। শিল্পমেলা মানেই সাধারণের নাগালের বাইরে, এই প্রথাগত ধারণাকেই ভাঙতে চাইছে মায়া আর্ট স্পেস-এর এই প্রয়াস।

    শুধু পেন্টিং নয় স্কাল্পচার, পুতুল, সেরামিকের বিভিন্ন হস্তশিল্প, কার্টুন, এচিং, গ্লাসিং, কাপড়ের ব্যাগ, থিম নোটপ্যাড, ম্যাগনেট সহ আরও অনেক কিছুরই পসরা ছিল এই মেলায়। প্রতি বছরের মতো এবছরও ছিল পটচিত্র ও পটের গান। প্রতিদিনই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। রসনাতৃপ্তির জন্য ছিল কেক, পেস্ট্রি, মুখরোচক খাবার স্টল। শিল্পের সঙ্গে সাধারণের যোগাযোগ তৈরি করা, ঘরে ঘরে শিল্পীদের শিল্পকর্ম পৌঁছে দেওয়া—সামাজিক দুরত্ব ঘোচানোই এই মেলার উদ্দেশ্য। 

    একটা প্রথাগত ধারণা তৈরি হয়েছে যে, ‘আর্ট ফেয়ার’ মানেই সাধারণের নাগালের বাইরে। এই ধারণাকেই ভাঙতে চাইছে ‘মায়া আর্ট ফেয়ার’।

    “এটা আমাদের পঞ্চম শিল্পমেলা। সিনিয়র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট, আনকোরা আর্টিস্ট সকলের শিল্পকর্ম এখানে পাশাপাশি, এক ছাদের তলায় প্রদর্শিত হয়। সব শিল্পকর্মই এখানে সমান গুরুত্ব পায় এবং বেশিরভাগ শিল্পকর্মের দামই সাধারণের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হয়। একটা প্রথাগত ধারণা চালু আছে যে, ‘আর্ট ফেয়ার’ মানেই সাধারণের নাগালের বাইরে। এই ধারণাকেই ভাঙতে চাইছে ‘মায়া আর্ট ফেয়ার’।” বলেন মায়া আর্ট স্পেস-এর কর্ণধার মধুছন্দা সেন।  

     

    সমসাময়িক থেকে ধ্রুপদী, সবরকম কাজ নিয়েই যোগেন চৌধুরী, পার্থ দাশগুপ্ত, প্রবাল বড়াল থেকে শুরু করে এই প্রজন্মের তরুণ শিল্পীদের সমসাময়িক শিল্পকর্ম ছিল এই মেলায়। ছিল মাস আর্ট-এর দুর্গাপুজোকে কেন্দ্র করে বানানো কাপড়ের ব্যাগ, ম্যাগনেট, কফি মাগ, ডায়েরি এবং একটি নোটপ্যাডের সেট। দাম ১০০ থেকে ৫০০-র মধ্যে। ছিল ‘a LOM merch’-এর কলকাতা বিষয়ক ম্যাগনেটস, ফটোফ্রেম, কোস্টারস, প্রিন্টস, কফি মাগ। দাম ১৫০ থেকে ১৫০০ পর্যন্ত। লিনোকাট কভারের স্কেচবুক, লেখার খাতা ছিল ২৮০ থেকে ১০০০ টাকার মধ্যে।    

    এছাড়া শিল্পীদের হাতে গড়া গ্লাস, সেরামিকস, টেরাকোটা, ফুলদানি, পটচিত্র, কার্টুন, পোর্ট্রেট স্কেচ, ফটোগ্রাফি, কাগজের মণ্ড দিয়ে পুতুল, মুখোশের বিচিত্র সম্ভার ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে জমজমাট হয়ে উঠেছিল ৫ম মায়া আর্ট ফেয়ার।


    ছবি- নিজস্ব
    ঠিকানা-
    মায়া আর্ট স্পেস
    মোহনা; ৩২৯ শান্তি পল্লি, রাজডাঙা, কলকাতা- ৭০০১০৭

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @