No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মাটির মানুষদের হাজারো সমস্যা মেটাচ্ছে ‘মাটির কথা’

    মাটির মানুষদের হাজারো সমস্যা মেটাচ্ছে ‘মাটির কথা’

    Story image

    মাটির মানুষদের নানা সমস্যায় সমাধানসূত্র বাতলে দিচ্ছে ‘মাটির কথা’। আদতে একটি পোর্টাল। আর শুনতে অবাক লাগলেও সত্যি, এই পোর্টালের মাধ্যমেই ইতিমধ্যে কৃষকদের ১ লক্ষ ৬০ হাজার প্রশ্নের সমাধান বাতলে দিয়েছে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর। শুধু সমস্যার সমাধানই নয়, সরকারের নানা কর্মসূচি, ফসল বিমা সংক্রান্ত নানা তথ্যও ‘মাটির কথা’-সূত্রে জানতে পারছেন কৃষকরা। ‘বিজ্ঞানসম্মত চাষ’ নিয়ে পাচ্ছেন নানা গুরুত্বপূর্ণ পরামর্শও। আর, এই সমস্ত জানাশোনাই হচ্ছে বাংলা হরফে। কারণ, ‘মাটির কথা’ পোর্টালটা সম্পূর্ণ বাংলায়।

    আবহাওয়া-জনিত কারণে ফসল নষ্ট, বিভিন্ন মরসুমি রোগ, পোকাদের আক্রমণ, কীটনাশকের ব্যবহার নিয়ে অস্বচ্ছতা ইত্যাদি নানা সমস্যায় নাজেহাল হন বাংলা অসংখ্য কৃষকই। অনেকক্ষেত্রে সঠিক সময়ে সমাধান-সূত্র না মেলায় ফসল নষ্টও হয়। কৃষকদের এহেন নানা সমস্যার সমাধানে তথ্য-প্রযুক্তিকে ব্যবহারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই, শুরু হয়ে যায় ‘মাটির কথা’ পোর্টালকে কৃষকদের কাছে পঊঁছে দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে কৃষি দপ্তর।

    আপাতত ৩৪১টি ব্লকের ৭০০ কৃষি সহায়কের হাতে উলে দেওয়া হয়েছে ট্যাব। এই ট্যাবের মাধ্যমেই চাষিদের সঙ্গে ‘মাটির কথা’ পোর্টালটির যোগসূত্র তৈরি করে দিচ্ছেন তাঁরা। চাষ-সংক্রান্ত যে কোনো সমস্যা, প্রয়োজনে ছবি তুলে, জানানো যাচ্ছে এই পোর্টালে। সেইসব সমস্যার সমাধান বাতলে দিচ্ছেন রাজ্য কৃষি দপ্তরের বিশেষজ্ঞ বা কৃষি-গবেষকরা। বিশেষজ্ঞদের উত্তর আসতে সময়ও লাগছে কম। সব মিলিয়ে দ্রুত সমাধান্সূত্র পেয়ে উপকৃত হচ্ছেন কৃষকরা।

    ‘মাটির কথায়’ নানা সরকারি প্রকল্প, বীজ ও সারের ভর্তুকির খবর, ফসল বিমা যোজনা সংক্রান্ত তথ্যও মিলছে। যেসব কৃষকের স্মার্টফোন আছে, তাঁরা সরাসরি নিজের মোবাইল থেকেই যুক্ত হচ্ছেন ‘মাটির কথায়’। সব মিলিয়ে, কৃষকদের বন্ধু হয়ে উঠছে এই পোর্টাল।    

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @