রাস্তায় ঘুরতে ঘুরতেই শোনা যাবে মহিষাসুরমর্দিনী

ধরুন মহালয়ার দিন আপনি ঘুমোচ্ছেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই উদাত্ত কণ্ঠে মহালয়া শুনে আপনার ঘুম ভেঙে গেল। কিংবা গাড়িতে যেতে যেতে সিগন্যালে দাঁড়িয়ে এই গলা শুনে একটু জিরিয়ে নেওয়াও গেল। দক্ষিণ দমদম পুরসভা এবার নতুন একটি সিদ্ধান্ত নিতে চলেছে। যা শুরু হবে মহালয়ার পুণ্যলগ্ন থেকেই। ওই পুরসভার ১৪ এবং ১৮ নং ওয়ার্ডে বসতে চলেছে সাউন্ড সিস্টেম। মহালয়ার দিন চলবে আগমনী গান। এছাড়াও প্রতিদিন সকাল থেকে শোনা যাবে নানা ধরনের বাংলা গান। এমনকি পুরসভার গুরুত্বপূর্ণ ঘোষণাও এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়বে।
খাস কলকাতার অনেক অঞ্চলেই এরকম সাউন্ড সিস্টেম দেখতে পাওয়া যায়। তাতে শোনা যায় স্বর্ণযুগের বাংলা গান। এই উদ্যোগ এবার শুরু হবে দক্ষিণ দমদম পৌরসভাতেও। আপাতত দু’টি ওয়ার্ডে বসবে এই সাউন্ড সিস্টেম। পরবর্তীতে আরও ৩৫টি ওয়ার্ডে বসানোর পরিকল্পনা রয়েছে বলে খবর। পৌরসভার এই সিদ্ধান্তে খুশি এলাকাবাসীও।