No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ভাসমান ধূলিকণার দূষণ ঠেকাবে ধূলিকণাই, বঙ্গসন্তানের উদ্ভাবিত প্রযুক্তিতে মজে রাজধানী 

    ভাসমান ধূলিকণার দূষণ ঠেকাবে ধূলিকণাই, বঙ্গসন্তানের উদ্ভাবিত প্রযুক্তিতে মজে রাজধানী 

    Story image

    রোজ দূষণ বাড়ছে কলকাতায়। বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ধূলিকণা (পিএম ২.৫)-র পরিমাণ বাড়ছে। এই পিএম ২.৫-এর বৃদ্ধিতে শ্বাসকষ্ট থেকে ক্যান্সার-সহ নানারকম অসুখ বাসা বাঁধে মানবশরীরে। বাতাসে ভাসমান এই বিপজ্জনক ধূলিকণা বধে জলের সঙ্গে বিশেষ রাসায়নিক মিশিয়ে স্প্রে করার কথা ভাবছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে, এক বঙ্গসন্তানের দেখানো পথে হাঁটলে জলের ব্যবহারও করতে হবে না। ধুলো দিয়েই ঠেকানো যাবে ধুলোর দূষণ। খড়্গপুর আইআইটির প্রাক্তনী দেবায়ন সাহার উদ্ভাবিত নতুন প্রযুক্তিতেই দূষণ মোকাবিলার কথা ভাবছে রাজধানী দিল্লি।

    দেবায়নের উদ্ভাবিত এই নতুন প্রযুক্তির নাম ‘মাইনাস ২.৫’। এই প্রযুক্তিতে যন্ত্রের মুখ দিয়েও বের হবে অতি সূক্ষ্ম ধূলিকণা পিএম ২.৫। কিন্তু সেই পিএম ২.৫-এর চরিত্র যাবে বদলে। কণাগুলির ভিতরে এক ধরনের চৌম্বকত্ব তৈরি হবে। ফলে, বাতাসে ভাসমান অন্যান্য পিএম ২.৫ কণাকেও আকর্ষণ করবে তারা। বহু কণা মিলে যাওয়ায় কণাগুলি কার্যত পিএম ১০০ বা পিএম ২০০-তে পরিণত হবে। এত বড়ো কণা বাতাসে ভেসে থাকতে পারে না। নিচে থিতিয়ে পড়বে তারা। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মানব-শরীরে প্রবেশের কোনো পথ থাকবে না।

    আপাতত শুধু চারচাকা গাড়ির জন্যই এই প্রযুক্তি ব্যবহার করা যাবে। পরে দু’চাকার যান, বাড়ি এবং কারখানাতেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে। পরীক্ষায় দেখা গেছে, একটি গাড়িতে বসানো যন্ত্র অন্তত ১০টি গাড়ি থেকে নির্গত ধোঁয়াকে বিষমুক্ত করবে।       

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @