No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ভোটোৎসবে সামিল এবার গুগল, বদলে গেল লোগো 

    ভোটোৎসবে সামিল এবার গুগল, বদলে গেল লোগো 

    Story image

    আজ থেকে শুরু হল প্রথম দফার ভোট। দেশে লোকসভা নির্বাচন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল দুইমাস আগে থেকেই। অনেকের কাছেই ভোট মানে উৎসব। আর সেই উৎসবে সামিল এবার গুগলও। দেশে লোকসভা নির্বাচনের সূচনাকে থিম করে ডুডল তৈরি করেছে গুগল। আজ সকাল থেকে গুগল খুললে দেখা যাচ্ছে কালি লাগানো আঙুলের ছবি। তাতে ক্লিক করলেই চলে আসছে ভোটপ্রদানের প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য। প্রথমবারের ভোটারদের জন্য এই তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। 

    দেশে ৫৪৩টি আসনে সাত দফায় হবে নির্বাচন। অনেকের কাছেই এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জিং-ও বটে। এদিনের পর ১৮, ২৩, ২৯ এপ্রিল এবং ৬, ১২, ১৯ মে ভোটগ্রহণ হবে। আজ বৃহস্পতিবার প্রথম দফায় পশ্চিমবঙ্গ-সহ ১৮টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি কেন্দ্রে ভোটদান চলছে।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @