সোমবার বিকেল থেকে কলকাতা-সহ গোটা রাজ্যে লক ডাউন

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পরিস্থিতির মোকাবিলায় বড়ো পদক্ষেপ নিল রাজ্য সরকার। কাল, সোমবার, ২৩ মার্চ বিকেল ৫টে থেকে লক ডাউন হয়ে যাবে কলকাতা-সহ প্রায় গোটা রাজ্য।
এই ক’দিন রাজ্যের প্রায় সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্য এবং অন্যান্য জরুরি পরিষেবা বন্ধ হবে না। খোলা থাকবে অল্প কিছু দোকান। চাল, ডাল, তেল, নুন, মাছ, মাংস, সবজির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাবে। মুদি দোকান, রেশন দোকান, ওষুধের দোকান, দমকল, ডাক, পেট্রোল পাম্প, রান্নার গ্যাস, গণমাধ্যম, সামাজিক মাধ্যম, ব্যাংক, এটিএম, ইন্টারনেট, আইটি, মুদি ও খাবারের হোম ডেলিভারি, পুলিশ, সেনা ইত্যাদি লক ডাউনের আওতায় থাকবে না। ট্যাক্সি, অটো-সহ রাজ্যের সমস্ত গণ-পরিবহণ বন্ধ। তবে, হাসপাতালের গাড়ি এবং অ্যাম্বুলেন্স, রেল স্টেশন, বিমানবন্দর, বাস স্ট্যান্ডে যাওয়ার ও ফেরার গাড়ি এবং অত্যাবশ্য পণ্যের গাড়ি চলবে। সবাকে বাড়িতে থাকারই পরামর্শ দিচ্ছে রাজ্য প্রশাসন।
ইতিমধ্যেই দেশের ৭৫টি জেলা শহরকে লক ডাউন করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লির তরফে বলা হয়েছিল, কোনো রাজ্য চাইলে লক ডাউনের এলাকা বাড়াতে পারে। সেই মতোই আমাদের রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ২৭ মার্চ শুক্রবার রাত ১২টা পর্যন্ত চলবে এই লক ডাউন। প্রয়োজনে এর সময়সীমা বাড়াতে পারে রাজ্য সরকার। ৩১ মার্চ কেন্দ্রীয় সরকার রেল পরিষেবা বন্ধ রেখেছে।
কোথায় কোথায় লক ডাউন, দেখে নিন –
কোচবিহার- জেলা সদর শহর
আলিপুরদুয়ার- জেলা সদর শহর , জয়গাঁ
জলপাইগুড়ি- জেলা সদর শহর
কালিম্পং- জেলা সদর শহর
দার্জিলিং- দার্জিলিং, কর্শিয়াং, শিলিগুড়ি
উত্তর দিনাজপুর- গোটা জেলা
দক্ষিণ দিনাজপুর- জেলা সদর শহর
মালদা- গোটা জেলা
মুর্শিদাবাদ- গোটা জেলা
নদিয়া- গোটা জেলা
বীরভূম- সমস্ত পুরসভা এলাকা
পশ্চিম বর্ধমান- গোটা জেলা
পূর্ব বর্ধমান- জেলা সদর শহর, কালনা, কাটোয়া
পুরুলিয়া- জেলা সদর শহর
বাঁকুড়া- জেলা সদর শহর, বরজোড়া, বিষ্ণুপুর
পশ্চিম মেদিনীপুর- জেলা সদর শহর,খড়্গপুর শহর, ঘাটাল শহর
ঝাড়গ্রাম- জেলা সদর শহর
পূর্ব মেদিনীপুর- জেলা সদর শহর , হলদিয়া, দিঘা, কোলাঘাট, কাঁথি
হাওড়া- গোটা জেলা
হুগলি- জেলা সদর শহর, চন্দননগর, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, আরামবাগ
দক্ষিণ ২৪ পরগনা- ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ভাঙড়, বজবজ, মহেশতলা
উত্তর ২৪ পরগনা- সল্টলেক, নিউ টাউন-সহ সমস্ত পুর এলাকা
কলকাতা- পুরো কর্পোরেশন এলাকা