সুমন সাধু
১৩ মার্চ, ২০২১ ১৩:০৭:৫৫
জন-গণ-মন : বিধানসভা ২০২১ নিয়ে কী ভাবছেন ভবানীপুরের মানুষ? দেখুন ভিডিও
আসন্ন বিধানসভা নির্বাচন ২০২১-এর প্রস্তুতি তুঙ্গে। ঠিক এমন অবস্থায় টিম বঙ্গদর্শন ঘুরছে সারা বাংলা। আমাদের নজরে থাকবে নতুন প্রার্থীদের প্রচার। সেই সঙ্গে হেভিওয়েট প্রার্থীদের কেন্দ্রেও পৌঁছে যাব আমরা। বাংলার মানুষ কী ভাবছেন, সঠিক জনমত তুলে ধরার দায়িত্ব আমাদের।
‘জন-গণ-মন’ আজ দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে। সেখানে ভোট হবে সপ্তম দফায়, অর্থাৎ ২৬ এপ্রিল। মুখ্যমন্ত্রীর কেন্দ্র নামে পরিচিত এই এলাকায় ২০২১ বিধানসভার প্রার্থী তালিকাঃ
তৃণমূল কংগ্রেসঃ শোভনদেব চট্টোপাধ্যায়
বিজেপিঃ (এখনও প্রার্থী ঘোষণা হয়নি)
সংযুক্ত মোর্চাঃ (এখনও প্রার্থী ঘোষণা হয়নি)