No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ফেসবুক গ্রুপের আড্ডা থেকে তৈরি হল বইমেলার অভিনব স্টল

    ফেসবুক গ্রুপের আড্ডা থেকে তৈরি হল বইমেলার অভিনব স্টল

    Story image

    এঁরা তখনও কেউ কাউকে সামনাসামনি দেখেননি। ফেসবুকেই আলাপ। বন্ধুত্ব। মিল একটাই। তাঁরা সবাই কবিতার চর্চা করেন। পছন্দ করেন ছন্দ নিয়ে পরীক্ষানিরীক্ষা। সহজবোধ্য কবিতার মধ্যেও কীভাবে গভীরতা আনা যায়, ভাবনাচিন্তা করেন তা নিয়ে। নিজেদের মতো করে লিমেরিক, হাইকু, সপ্তকের চর্চা করবেন বলে গত ২০১৭ সালের এপ্রিল মাসে ফেসবুকে তৈরি করলেন ‘লিমেরিক লাভার্স’ নামের এক ক্লোজড গ্রুপ। এঁরা সবাই কেউ দেশের কেউ বিদেশের প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, গবেষক – প্রত্যেকেই নিজের পেশায় কৃতি। এখন সেই গ্রুপের সদস্য ৫৮ জন। এঁদের মধ্যে যাঁরা কলকাতা বা তার আশেপাশে থাকেন, সময় করে আড্ডা মারেন কখনও সখনও। তবে গ্রুপের বেশিরভাগ মানুষই প্রবাসী। তাই নিজের মধ্যে কথাবার্তা, কবিতার আলোচনা চালানোর জন্য গ্রুপটিই একমাত্র তাঁদের ভরসা।

    এইভাবে বছরখানেক চলার পর হঠাৎ মাথায় আসে, তাঁদের অপ্রকাশিত লেখাগুলোকে বইয়ের আকারে প্রকাশ করলে কেমন হয়। সেখান থেকেই শুরু হয় নতুন প্রকাশনা সংস্থা তৈরি করবার চিন্তাভাবনা। যেহেতু এরা সবাই নিজেদের পেশায় যথেষ্ট প্রতিষ্ঠিত, তাই নিছক বাণিজ্যিক প্রয়োজনের তাগিদে প্রকাশনার কাজে নামার আগ্রহ তাঁদের ছিল না। সৃজনের চাহিদা থেকেই গতবছর ২০১৮ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলার ঠিক আগে মাত্র দুটো বই নিয়ে শুরু হয় ‘লিমেরিক লাভার্স পাবলিশার্স’-এর পথ চলা। সারা বছর ধরে ফেসবুক গ্রুপে সে সব কবিতা পোস্ট করা হয়েছিল, তার থেকে নির্বাচিত বেশ কয়েকটি নিয়ে প্রকাশিত হয় ‘বর্ষসংকলন’। একইভাবে বের হয়েছিল গল্পের সংকলন ‘গল্পসল্প’। 


    এবছর সেই প্রকাশনার ভাঁড়ারে আসে আরও ১১টা নতুন বই। তার মধ্যে কবিতার ‘বর্ষসংকলন-২’ আর নতুন বারোটা গল্প নিয়ে ‘গল্পসল্প-২’ তো আছেই, পাশাপাশি রয়েছে নবারুণ ভট্টাচার্যের জীবন, রাজনৈতিক দর্শন, বিশ্বাস নিয়ে স্মৃতিচারণে সমৃদ্ধ বিমল দেবের লেখা ‘নির্মাণে বিনির্মাণে নবারুণ ভট্টাচার্য’, পুরাণ ও ইতিহাসের প্রেক্ষাপটে লেখা পূর্বা সেনগুপ্তের কল্পকাহিনি ‘যক্ষপ্রিয়া’, সৌমিত্র ব্যানার্জির ভূতের গল্প সংকলন ‘পাঁচমেশালি পঁচিশ’, শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে ডাঃ পলাশ বন্দোপাধ্যায়ের লেখা ‘মায়েদের জন্য’, সহজ ভাষায় সরল কথায় বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের কলমে গৌতম বুদ্ধের জীবনী ‘অনির্বাণ অমিতাভ’-র মতো নানা বিচিত্র স্বাদের বই। এবারের কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলায় ‘লিমেরিক লাভার্স পাবলিশার্স’-কে পাওয়া যাবে হল নম্বর ১ অর্থাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তী হলের ২ নম্বর স্টলে। তাঁদের পক্ষ থেকে প্রভাত রঞ্জন ভট্টাচার্য জানান, “বই পড়ুন, বই পড়ান। অন্যের বই পড়ার প্রবণতা বাড়ান। বইমেলায় আগত মানুষদের আমার এটুকুই বলার আছে”। 

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @