No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মানুষের ভিতর যত্ন করে রাখা প্রকৃতিই বারবার উঠে আসে সায়নী চক্রবর্তীর ফটোগ্রাফিতে

    মানুষের ভিতর যত্ন করে রাখা প্রকৃতিই বারবার উঠে আসে সায়নী চক্রবর্তীর ফটোগ্রাফিতে

    Story image

    “জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার,-/ তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!” সায়নী চক্রবর্তী তাঁর ছবিতে খুঁজে নিতে চান এক প্রকাশ্য চলমানতা। যে ছবি কথা বলে, হাঁটে, হাসে, কাঁদে- তারা যেন ঈশ্বর স্বরূপ। সায়নী সেখানে নিজেকে বসান। ছোটো থেকেই ফটোগ্রাফির প্রতি শখ তাঁকে আড়াল করে রেখেছে আর পাঁচটা মানুষের থেকে। আড়ালে গিয়ে তিনি প্রকৃতি খোঁজেন। শুধুমাত্র গাছ, মাঠ, পাখি, চাঁদ নয়, মানুষের নিজের ভিতর যত্ন করে রাখা যে প্রকৃতি, তাকেই গোপনে গভীরে রেখে দিতে চান। এখানেই বাস তাঁর। সায়নী বিশ্বভারতীর স্নাতকোত্তর স্তরের ছাত্রী। বিষয় সাংবাদিকতা ও গণজ্ঞাপন। তাঁর সঙ্গে কথা বললে কথায় কথায় উঠে আসবে ছোটোবেলার কথা। যেখানে বারবার পৌঁছে যেতে চান তিনি। তাই তাঁর ছবিতেও বারবার উঠে আসে আদুরেবেলার কথাগুলি। কথাগুলি যতটা সায়নীর, ততটাই আমাদের। এখানেই শিল্পীর আরাম, শিল্পের আরাম। ছবিমহলে আজ আলোকচিত্রী সায়নী চক্রবর্তী। এই নিয়ে তৃতীয়বার। সায়নীর বাছাই করা ছয়টি ছবি তোলা রইল এখানে। আসুন, ঘুরে দেখি...











     

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @