No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    পদ্মাপারের প্রায় ১০ লক্ষ মহিলাকে শিল্প-প্রশিক্ষণ দিচ্ছেন কলকাতার সৌম্য

    পদ্মাপারের প্রায় ১০ লক্ষ মহিলাকে শিল্প-প্রশিক্ষণ দিচ্ছেন কলকাতার সৌম্য

    Story image

    করোনাকালীন লকডাউন কি শুধুই নেতিবাচকতা শিখিয়েছে? তা কিন্তু নয়, লকডাউনের কিছু সুফলও হয়েছে বৈকি! আর তা যদি হয় কলকাতা-বাংলাদেশের মধ্যে, তাহলে বাঙালিদের গর্ব আরও খানিকটা বেড়ে যায়। কলকাতায় বসে এই অতিমারীর মধ্যে বাংলাদেশের প্রায় দশ লক্ষ মহিলাকে অনলাইনে শিল্পদ্যোগী হওয়ার প্রশিক্ষণ দিলেন এক বাঙালি শিল্প-পরামর্শদাতা সৌম্য বসু।

    বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে সেখানকার ‘উইমেন অ্যান্ড ই-কর্মাস’ ফোরামের উপদেষ্টা কলকাতার ওই বিশেষজ্ঞ হলেন লন্ডনের ‘সিল্কক গ্লোবাল’ সংস্থার প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু।২০২০ সালের মে মাসে যখন ‘উইমেন অ্যান্ড ই-কর্মাস’ প্ল্যাটফর্মের মাধ্যমে নারী উদ্যোগপতি গড়ার ‘মাস্টারক্লাস’ শুরু হয় তখন সদস্য সংখ্যা ছিল মাত্র ৮০ হাজার। একবছরেই তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১২ লক্ষ। বিভিন্ন সময়ে ব্যবসা শুরুর প্রশিক্ষণ ক্লাসে আমন্ত্রিত বক্তা হিসাবে এসেছেন বাংলাদেশ সংসদের স্পিকার শিরিন শরমিন চৌধুরি, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংসদ মেহের আফরোজ চুমকি ছাড়াও ইংল্যান্ড ও আমেরিকার নানা বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট সংস্থার প্রধানরা। সৌম্যর এহেন আন্তর্জাতিক সাফল্যে গর্বিত কলকাতার শিল্পমহলও।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @