No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    কলকাতার হাতে টানা রিক্সার বয়স ১১৮ ছুঁইছুঁই 

    কলকাতার হাতে টানা রিক্সার বয়স ১১৮ ছুঁইছুঁই 

    Story image

    প্রায় তিনশো বছরের পুরোনো রাজধানী শহর কলকাতার অনেককিছুই বদলে গেছে। এর মধ্যেই বেঁচে আছে কলকাতার ঐতিহ্যরা। যেমন ট্রাম, যেমন হলুদ ট্যাক্সি, যেমন হাতে টানা রিক্সা। আজও উত্তর কলকাতার অলি-গলি কিংবা রাজপথে চোখে পড়বে সম্পূর্ণ কাঠের তৈরি এই টানা রিক্সা। একটা মানুষ আরেকটা মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। কানে বেজে চলেছে ঠুং ঠুং আওয়াজ। এই হাতে টানা রিক্সা প্রথম শুরু হয় জাপানে। ষোলশো শতকের দ্বিতীয়ার্ধে জাপানের বিভিন্ন শহরে টানা রিক্সার উদ্ভব। ১৮৮০ সালে প্রথম জাপান থেকে রিক্সা আনা হয় ভারতে। আর ১৯০০ সাল নাগাদ কলকাতায় এই টানা রিক্সা চালানো শুরু হয়। উনিশ শতকীয় এই ঐতিহ্যবাহী রিক্সা এখনও সমানতালে কলকাতা শাসন করছে। এই রিক্সার চাকা কাঠের। আকারে বড়ো এবং মোটা। বসার জায়গা বানানো হয় লোহা দিয়ে। পরিচালক বিমল রায়ের ‘দো বিঘা জমিন’ সিনেমাটি নিশ্চয় আমাদের মনে আছে। যেখানে এক গ্রামীণ কৃষক কাজের সন্ধানে শহরে আসেন এবং জীবিকা হিসাবে বেছে নেন টানা রিক্সাকে। ছবিটিতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় হাতে টানা রিক্সা।

    বঙ্গদর্শনের ‘ছবিমহল’ বিভাগে এবার সেই টানা রিক্সার গপ্প। গপ্পে সুর দিলেন এই শহরের প্রবীণ বাসিন্দা অরুণ পাল। গ্যালারিতে তোলা রইল উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এইসব রিক্সা এবং রিক্সাওয়ালার নিজস্ব যাপন।

    অপেক্ষমাণ...

     

    দিন কি এমন যাবে?

     

    রাস্তা জুড়ে ঘুমিয়ে আছে রিক্সা

     

    শহুরে ছায়া

     

    রিক্সার টান... টানার রিক্সা...

    ছবি- অরুণ পাল
    ছবির স্থান- উত্তর কলকাতা

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @