‘নিউ নর্মাল’ দুর্গাপুজোঃ ঘরে বসে প্রতিমা দর্শন — ঘুরে দেখাচ্ছে বঙ্গদর্শন

কলকাতা আছে কলকাতাতেই। কলকাতা- কবিতার শহর, ভালোবাসার শহর, উচ্ছ্বাসের শহর, মনকেমনের শহর৷ সেই বাড়তি ছবিগুলো বেশি করে অনুভব করা যায় দুর্গাপুজোর কটা দিন। এবছর কোভিডের কারণে বিপর্যস্ত গোটা পৃথিবী। তার মধ্যেই একটুকরো আনন্দ প্রাচীন কলকাতার রাজপথে-গলিঘুঁজিতে। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে দর্শকশূন্য পুজো। অর্থাৎ প্রতিটি পুজো মণ্ডপকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। অতএব এবছরের পুজো ঘরে বসে বা সামাজিক দূরত্ব অবলম্বন উৎসব পালন করা হবে।
এই বছর বঙ্গদর্শন এমন অবস্থার কথা মাথায় রেখে পুজোসংখ্যা ১৪২৭-এর প্রধান বিষয় করেছে — উৎসব পাল্টানোর উৎসব। উৎসবের আঙ্গিক বদলালেও মেজাজ হারায়নি বাঙালির প্রাণের উৎসব। সমীক্ষায় দেখা গেছে এবারের পুজোয় জামাকাপড়ের বিক্রির তুলনায় অনেক বেশি পরিমাণে বিক্রি হয়েছে বই। তার সঙ্গে অন্যান্য ঘরোয়া দৈনন্দিন জিনিস। খাবার পৌঁছে গেছে অসংখ্য দরিদ্রের কাছে। বিস্তীর্ণ অঞ্চলে ত্রাণ পৌঁছেছে বাংলার পুজো-ক্লাবগুলি থেকেও। মানুষ মানুষের পাশে থেকেছেন। আজ কম্পিউটার বা মোবাইল স্ক্রল করলেই দেখে নিতে পারবেন কলকাতার দুর্গাপুজো ২০২০-র বাছাই করা কয়েকটি প্রতিমা। সচেতনতা বজায় রাখার এই রুটিং-এ এর চেয়ে আরামের বোধহয় আর কিছুই নেই। আজ শুভ চতুর্থী। আপনাদের জন্য রইল পুজো পরিক্রমা।
বেহালা নূতন দল
একডালিয়া এভারগ্রিন
বেহালা নূতন সংঘ
বালিগঞ্জ ২১ পল্লী
হিন্দুস্তান ক্লাব
আলিপুর ৭৮ পল্লী
ভবানীপুর দুর্গোৎসব
শিবমন্দির
চেতলা অগ্রণী
বাদামতলা আষাঢ় সংঘ