শ্রেয়ণ
৫ মার্চ, ২০১৯ ২০:২১:১০
এশিয়ার সবথেকে বড়ো ফটোগ্রাফি উৎসবে জমজমাট মহানগর
কলকাতায় চলছে এশিয়ার সবথেকে বড়ো ফটোগ্রাফি উৎসব। ইথিওপিয়া, নাইজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, পাকিস্তান, ইতালি, টিউনিশিয়া, মেক্সিকো, কানাডা-র মতো ৩০টি দেশ অংশ নিয়েছে তাতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, নন্দন, গগনেন্দ্র প্রদর্শশালা, আইসিসিআর, মায়া আর্ট স্পেস, ভারতীয় জাদুঘর, হ্যারিংটন গ্যালারি, দাগ কুঞ্জ এবং জেম সিনেমায় দেখানো হবে পুরোনো দিনের বেশ কিছু দুষ্প্রাপ্য ফটোগ্রাফ এবং তার সঙ্গে সমকালীন আলোকচিত্রীদের সেরা কাজগুলো। ‘বঙ্গদর্শন’-এ্রর ভিডিওতে রইল তারই সুলুক-সন্ধান। ক্লিক করলে দেখতে পাবেন গোটা ভিডিওটি।