শীতের মহানগরে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অষ্টম বছরে পা দিল। আটদিনব্যাপী এই উৎসবের উদ্বোধন হয়েছে গত ২০ জানুয়ারি নন্দন ১-এ। শীত মানেই উৎসবের ভিড়। আর বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণের মধ্যে অবশ্যই থাকবে সিনেমা। কারণ জীবন এবং সিনেমা তো কিছু কিছু ক্ষেত্রে এক হয়ে দেখা দেয়। এবছর ফেস্টিভ্যালের লিস্টটা দেখলে যে-কোনো সিনেপ্রেমীর নজর কাড়বে। বয়স এক্ষেত্রে খুব একটা পথের কাঁটা হবে না। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ওয়াকিং উইথ দ্য উইন্ড’ প্রদর্শনের মাধ্যমে ফেস্টিভ্যাল শুরু হয়। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন শিশু শিল্পী সোনাম ওয়াঙ্গেইল। বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন পরিচালক সন্দীপ রায়। মৃণাল সেনকে ট্রিবিউট জানাতে একটি বিশেষ ছবির প্রদর্শনী রাখা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে মৃণাল সেনের ছবি ‘ইচ্ছেপূরণ’। এছাড়াও সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ উদযাপন।
প্রতি বছর আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ছবির তালিকা যেমন বাড়ে, তেমনই দেশের তালিকাও বাড়তে থাকে। এবছর ৩৫টি দেশের মোট ২০০টি ছবি দেখানো হবে। পুরোনো ক্লাসিক ছবির পাশাপাশি অ্যানিমেশন ফিল্ম, দেশ-বিদেশের নানা শর্ট ফিল্ম, ডক্যুমেন্টরি ফিল্ম ইত্যাদি দেখানো হচ্ছে কলকাতার ৯টি প্রেক্ষাগৃহে। প্রতিবারের মতো ভারত এবং বাংলাদেশের ছবির পাশাপাশি জার্মান, আমেরিকা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইরানের ছবিও রয়েছে তালিকায়। সঙ্গে এবার দেশের তালিকায় নতুন সংযোজন হয়েছে ব্রাজিল, আয়ারল্যান্ড, ইতালি, সার্বিয়া, শ্রীলঙ্কা, পর্তুগাল, নরওয়ে এবং রোমানিয়া। ইন্ডিয়ান প্যানোরমা থেকে ১৩টি ছবি দেখানো হচ্ছে। এর মধ্যে বাংলা ছবির সংখ্যা ৮টি।
উৎসব উপলক্ষ্যে নন্দন চত্বর সেজে উঠেছে নানা আঙ্গিকে। সামনের অংশটি সাজানো হয়েছে পুরোনো ঘোস্ট ক্যাসল দিয়ে। সেখানে রয়েছে জল থেকে উঠে আসা কিং কং। একটু ঘুরতে ঘুরতে বাঁ উপরের দিকে তাকালেই পাওয়া যাবে সুপারম্যানকেও, যিনি কিনা দেওয়াল বেয়ে উঠছেন। গোটা নন্দন চত্বর ঘোরার জন্য প্রতি বছরের মতো রয়েছে বাচ্চাদের ছোটো বাস। সেই বাসস্ট্যান্ড বানানো হয়েছে লন্ডন ব্রিজের আদলে। ক্লাসিক ছবির তালিকায় রয়েছে-‘বাইসাইকেল থিভস’, ‘ইটি’, ‘দ্য সাউন্ড অফ মিউজিক’, ‘পথের পাঁচালি’ ইত্যাদি। এছাড়াও থাকছে ‘অলিভার টুইস্ট’, ‘দ্য জঙ্গল বুক’, ‘কাটি অ্যান্ড সিতারে’, ‘দ্য লায়ন কিং’, ‘চিল্ড্রেন অফ হেভেন’-এর মতো ছবি। বাংলা ছবির তালিকায় পাওয়া যাবে- ‘হংসরাজ’, ‘হিরের আংটি’, ‘গুপ্তধনের সন্ধানে’, ‘রেনবো জেলি’ ইত্যাদি। বাচ্চাদের সঙ্গে তাদের বাবা-মায়েরাও প্রতিদিন পৌঁছে যাচ্ছেন নন্দন-রবীন্দ্র সদন কিংবা স্টার থিয়েটার চত্বরে। এত দেশের অসামান্য সব ছবি, মিস করলেই ইশ্ করতে হবে। কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। নিবেদনে শিশু কিশোর আকাদেমি।