No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বিশ্বসেরা বিজ্ঞান শহরের তালিকায় স্থান পেল কলকাতা 

    বিশ্বসেরা বিজ্ঞান শহরের তালিকায় স্থান পেল কলকাতা 

    Story image

    বাংলার মুকুটে নতুন শিরোপা। বিশ্বের সেরা বিজ্ঞান শহরের তালিকায় এগিয়ে এল কলকাতা। শ্রেষ্ঠ ১০০-র মধ্যে তিলোত্তমার স্থান ৯৯-তে। গত বছর এই শহরের স্থান ১২১-এ ছিল।

    বিশ্বের নানা শহরে বিজ্ঞানচর্চা কতটা উন্নত, গবেষণা প্রতিষ্ঠানগুলি কতটা সফল, প্রযুক্তির প্রয়োগ কেমন – ইত্যাদির ওপর সমীক্ষা চালায় নেচার ইনডেক্স। সারা বিশ্বের ৮২টি সেরা জার্নালের ফলাফলকে ভিত্তি করে ৫৮ জন বিশেষজ্ঞ তৈরি করেছেন তালিকা। সারা পৃথিবীর ৬ হাজার জনেরও বেশি সংখ্যক বিজ্ঞানী সেই তথ্য যাচাই করেন। 

    এবছর তালিকার শীর্ষে রয়েছে বেজিং। তারপর নিউ ইয়র্ক, বস্টন, সান ফ্রান্সিকো, সাংহাই। ভারতের আরেকটি শহর ব্যাঙ্গালুরু আছে ৯৭তম স্থানে। যদিও গতবারের তুলনায় পিছিয়ে পড়েছে কর্ণাটকের এই আইটি শহর। গত বছর তার নাম ছিল ৯৩ নম্বরে। মুম্বাই এবং দিল্লি এবছর রয়েছে যথাক্রমে ১৩২ ও ১৬৩তম স্থানে। 

    এমন খুশির খবরে উচ্ছ্বসিত মহানগরের বাসিন্দারা। টুইট করে তিলোত্তমাকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    ছবি - সুমন সাধু 
     

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @