শুরু হল কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২০

ক্রিসমাস এলেই পার্ক স্ট্রিটের বড়োদিন উৎসবে মেতে ওঠে কলকাতা। ডিসেম্বরের শেষ কয়েকটা দিন জমজমাট ভিড়ে বন্ধুদের নিয়ে আনন্দ করতে বেরোন প্রচুর মানুষ। তবে এবার পরিস্থিতি আলাদা। করোনার থাবায় বহু লোক স্বজনহারা হয়েছেন, সারা পৃথিবীর জীবনযাত্রা গিয়েছে বদলে। এখনও মহামারি পুরোপুরি নির্মূল হয়নি। কিন্তু বিষাদের মধ্যে বছরটাকে বিদায় দিতে মন চায় না। মহামারির বিরুদ্ধে জীবনের জয়গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানাচ্ছে এবারের ক্রিসমাস কার্নিভাল।
সোমবার ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবম ক্রিসমাস উৎসবের উদ্বোধন করলেন। লরেটো সিস্টার্স কোয়ার, মেথডিস্ট চার্চ কোয়ার, চার্চ অফ নর্থ ইন্ডিয়া কোয়ারের অনুষ্ঠান মুগ্ধ করে দর্শনার্থীদের। ছিল রডনি রড্রিগস, ব্লু মিস্ট এবং আর্বান মংকজের সংগীতও।
রাজ্যের বিধায়ক এমএস ক্যালভার্টের স্বাগত ভাষণ মন জিতে নেয় সবার। ক্রিসমাসের বার্তা পাঠ করেন অ্যাসেম্বলি অফ গড মিশনের সভাপতি এবং প্রশাসক ডঃ ইভান সত্যব্রত। বক্তব্য রাখেন কলকাতার আর্চবিশপ টমাস ডি’সুজা। তারপরই মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির আহ্বান জানান তিনি। ধন্যবাদ জ্ঞাপন করেন পর্যটন দপ্তরের সচিব নন্দিনী চক্রবর্তী।
আরও পড়ুন: বাংলা মোদের গর্ব
এবছর পার্ক স্ট্রিটে কোনো খাবারের স্টল রাখা হচ্ছে না। কেবল থাকছে পর্যটন এবং ফার্স্ট এইডের স্টল। করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা হবে কঠোরভাবে। কার্নিভাল চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। মাঝখানে ২৪ এবং ২৫ তারিখ অ্যালান পার্ক বন্ধ থাকবে। বাকি দিনগুলোয় অনুষ্ঠান চলবে অ্যালান পার্কে। কাউকে পার্কের বাইরে থাকার অনুমতি দেওয়া হবে না। পার্কের ভিতরে সবচেয়ে বেশি ১৫০ জন দর্শনার্থী থাকতে পারেন। তবে ফেসবুক লাইভে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন সবাই।
প্রতিদিন সন্ধে সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। সংগীত পরিবেশন করবে একাধিক কোয়ার। কলকাতার শিল্পীরাও থাকবেন। বিশেষ আকর্ষণ কলকাতা পুলিশ ব্যান্ডের সংগীত অনুষ্ঠান। বিস্তারিত জানতে Kolkata Christmas Festival ফেসবুক পেজে ক্লিক করুন।