No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    করোনা প্রতিরোধে কলকাতা পুরসভার নয়া হাতিয়ার মিস্ট ক্যানন মেশিন

    করোনা প্রতিরোধে কলকাতা পুরসভার নয়া হাতিয়ার মিস্ট ক্যানন মেশিন

    Story image

    করোনার বিরুদ্ধে লড়তে মহানগরে অত্যাধুনিক ‘কামান’ দাগতে শুরু করল পুরসভা। সারা কলকাতায় ঘুরে ঘুরে জীবাণুদের ধ্বংস করবে এই যন্ত্র।

    মিস্ট ক্যানন মেশিন

    শনিবার রানি রাসমণি অ্যাভিনিউতে মিস্ট ক্যানন যন্ত্রের শুভ উদ্বোধন করেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সভাপতি ফিরহাদ হাকিম। শহরের বিভিন্ন রাস্তার দু’ধারের রেলিং, বেঞ্চ, ফুটপথে ছড়িয়ে থাকা ড্রপলেট এবং মুখ থেকে কফের মাধ্যমে নিঃসৃত করোনা ভাইরাসকে খতম করতে এই যন্ত্র ব্যবহৃত হচ্ছে। করোনা রোগীদের ফেলে দেওয়া জিনিসপত্রের জীবাণু নাশ করতে পারে মিস্ট ক্যানন মেশিন। বিশাল এই যন্ত্র খুব সহজেই বিস্তৃর্ণ এলাকার জীবাণু দমন করতে সক্ষম। প্রতি মিনিটে ২০০ লিটার সোডিয়াম হাইপোক্লোরাইট-যুক্ত জল স্প্রে করা যায় এই যন্ত্র থেকে। মেশিনেই ১০ হাজার লিটারের ট্যাংক থাকছে। অন্যদিকে, সংক্রামিত এলাকাগুলিতে ছোটো ছোটো স্প্রে গানের মাধ্যমে ছড়ানো হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট। 

    জীবাণুনাশের পাশাপাশি এই যন্ত্র পরিবেশ দূষণ রোধেও কার্যকরী ভূমিকা নেবে। কলকাতা পুরসভা আরও কয়েকটি মিস্ট ক্যানন মেশিন ব্যবহার করবে আগামী দিনে।

    ছবিসূত্র – আইএএনএস

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @