No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    গ্রিস, জার্মানি, ব্রিটেন, বেলজিয়াম, আমেরিকা – উৎসবের শেষ দিন দেখে নিন এই ছবিগুলি

    গ্রিস, জার্মানি, ব্রিটেন, বেলজিয়াম, আমেরিকা – উৎসবের শেষ দিন দেখে নিন এই ছবিগুলি

    Story image

    কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই সিনেপ্রেমীদের পাগলামি শুরু। হাতের নাগালেই খুঁজে খুঁজে দেখে নেওয়া প্রিয় পরিচালকের ছবি থেকে এই মুহূর্তে কোন দেশ কী ভাবছে, তা নিয়ে একটা স্পষ্ট ধারণা। উৎসবের কয়েকটা দিন রবীন্দ্র সদন-নন্দন চত্বরে সিনেমা নিয়ে গড়ে ওঠে বিভিন্ন। আগামিকাল অর্থাৎ ১৫ নভেম্বর শুক্রবার কোন কোন ছবিগুলি দেখা যেতে পারে তার একটা তালিকা দেওয়া হল। টিম বঙ্গদর্শন তাদের গবেষণার মাধ্যমে এই ছবিগুলি বেছে নিয়েছে। তবে শিল্প কখনোই একরৈখিক হতে পারে না। কোন ছবি দেখবেন, কোন ছবি দেখবেন না, তা শেষমেশ বিচার করবেন আপনি। পাশাপাশি এই লিস্টেও একবার নজর দেওয়া যেতে পারে। 

    গ্রিস দেশের অর্থনৈতিক সংকটের উপর নির্মিত হয়েছে কোস্টা গাভরাসের ফ্রেঞ্চ-গ্রিক ছবি ‘অ্যাডাল্টস ইন দ্য রুম’। এটিই গাভরাসের প্রথম ফিচার ফিল্ম, যেটি গ্রিস দেশের নির্মিত হয়েছে। এই ছবিটি আগামিকাল দেখানো হবে নন্দন ১-এ মাস্টার্স বিভাগে দুপুর ৩টে থেকে। 

    জার্মানি ছবি ‘গুন্ডেরম্যান’ দেখানো হবে নন্দন ২-এ বিকেল ৫-১৫ থেকে। সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটি নির্মিত হয়েছে একজন পূর্ব-জার্মান সংগীতশিল্পীর জার্নিকে কেন্দ্র করে। পরিচালক আন্দ্রেস ড্রেসেন। 

    বার্তেলুচির বিখ্যাত ছবি ‘দ্য ড্রিমার্স’। একটি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই ছবিটি নির্মিত হয়েছে মূলত তিনটি চরিত্রকে কেন্দ্র করে। তাদের বন্ধুত্ব, একসঙ্গে থাকা, যৌন সম্পর্ক, একে অপরের কাছে ভিতর থেকে স্পষ্ট থাকা এবং আন্দোলন সবকিছুই জীবন্তভাবে উঠে এসেছে পরিচালকের মুন্সিয়ানায়। শিশির মঞ্চে গ্রেট মাস্টার বিভাগে ছবিটি দেখতে পারেন সন্ধে ৬-৪৫ থেকে। 

    বিখ্যাত আমেরিকান পরিচালক কেন লোয়াচের বহু প্রশংসিত ছবি ‘সরি উই মিসড ইউ’ অবশেষে কলকাতার মাটিতে। রাজনীতি এবং অর্থনীতির মিশেলে সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে এই ছবিটি নির্মাণ করেছেন লোয়াচ। কানে এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৬ মে এবং ব্রিটেনে ১ নভেম্বর। কলকাতার দর্শকদের জন্য এই ছবি বাড়তি পাওনা তো বটেই। আগামীকাল বিজলী প্রেক্ষাগৃহে বেলা ১২টা থেকে এই ছবিটি দেখানো হবে। 

    বেলজিয়ামের ছবি ‘ইয়াং আহ্‌মেদ’ বারবার প্রশ্ন তোলে ধর্মগ্রন্থ আসলে ঠিক কী শেখায়! একজন বাচ্চার জীবনকে কীভাবে ধর্মগ্রন্থ গ্রাস করে ফেলে। তার প্রেম, বন্ধুরা, শিক্ষক, বাবা-মা প্রত্যেকে কীভাবে পাল্টে যায় সেই প্রশ্ন তুলেছেন। এই সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক একটি ছবি। আগামিকাল প্রিয়া সিনেমায় সকাল ৯টা থেকে এই ছবিটি দেখানো হবে। 

    আগামিকাল শেষ হচ্ছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯। সিনেপ্রেমীদের শ্রেষ্ঠ উৎসবের উন্মাদনা কালই শেষ। তাই শেষদিন দেখে ফেলুন বাছাই করা পছন্দের ছবি।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @