No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    টিফিন দারা থেকে কাঞ্চনজঙ্ঘা 

    টিফিন দারা থেকে কাঞ্চনজঙ্ঘা 

    Story image

    কাঞ্চনজঙ্ঘা, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। গিরিরাজ হিমালয়ের মুকুটে শোভা পাচ্ছে উজ্জ্বল হীরকখণ্ডের মতো। কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ পেতে আপনাকে যেতেই হবে টিফিন দারা। একবার যাঁরা টিফিন দারা এসেছেন, সেই মায়াবী স্মৃতি ভুলতে পারেন না কখনও। এখান থেকে দেখতে পাবেন, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় মহামহিম কাঞ্চনজঙ্ঘা কীভাবে স্বর্গীয় হয়ে ওঠে। এই দুই সময়ের দৃশ্য একেবারেই মিস করবেন না। আর চোখে পড়বে কোকথাং, তালুংয়ের মতো সিকিমের বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ, নাথু লা এবং জেলেপ লা গিরিপথ। 

    মোহময় প্রকৃতি

    দূরের পর্বতশৃঙ্গ 

    রিশ্যপে যাঁরা ঘুরতে যান, তাঁরা অবশ্যই টিফিন দারায় গিয়ে প্রকৃতির রাজকীয় সৌন্দর্য উপভোগ করেন। কালিম্পং জেলার ছোট্ট শান্ত গ্রাম রিশ্যপ। পাহাড় এবং জঙ্গলে ঘেরা মনোরম এক পর্যটনস্থল। শহুরে ব্যস্ততার থেকে মুক্তি পেতে কয়েকদিনের জন্য এখানে কাটিয়ে যেতেই পারেন। তুষাররাজ হিমালয়ের অনবদ্য শোভা অবলোকন করতে পারবেন এখান থেকে। শুনতে পাবেন জানা-অজানা কত রকমের পাখির ডাক। বিশাল প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদেরও রিশ্যপ আকর্ষণ করে। ফটোগ্রাফাররাও জায়গাটিকে পছন্দ করেন। এখানে পাওয়া যায় ক্যামেরাবন্দি করার মতো অনবদ্য সব প্রাকৃতিক দৃশ্য।

    টিফিন দারা যাওয়ার রাস্তা 

    প্রকৃতির মাঝে জনবসতি 

    মায়াবী প্রকৃতি 

    ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রিশ্যপ থেকে প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে পাহাড়ের ওপরে টিফিন দারা পৌঁছতে হয়। সময় লাগবে কমবেশি ৪৫ মিনিট। সেই যাত্রাও মনে রাখার মতো। পর্যটকরা মাঝে মাঝে থামেন, প্রাণ ভরে শ্বাস নেন, আবার চলতে থাকেন। জঙ্গলে রয়েছে পাইন, ফার, বার্চের মতো প্রচুর গাছ এবং অর্কিডের সমাহার। দূরত্ব বেশি না হওয়ায় খুব কষ্ট হবে না। যে কোনো মানুষই অ্যাডভেঞ্চারের স্বাদ পাবেন এই পথে। অনুভব করবেন নিবিড় অরণ্যের নয়নাভিরাম সৌন্দর্য। অবশেষে টিফিন দারায় পৌঁছলে উপলব্ধি হবে, পরিশ্রম করে এখানে আসা কতটা সার্থক।

    টিফিন দারার অবস্থান 

    মহামহিম কাঞ্চনজঙ্ঘা

    রিশ্যপ থেকে আপনি চলে যেতে পারেন আশেপাশের ট্যুরিস্ট স্পটগুলোতে। মোটামুটি ৬ কিলোমিটার দূরেই ছবির মতো সুন্দর গ্রাম লাভা। নেওড়া উপত্যকা জাতীয় উদ্যানেও ঘুরে আসা যায়। সবুজে ঘেরা আরেকটি মোহময় গ্রাম লোলেগাঁও যেতে পারেন। কালিম্পং শহর ঘুরে দেখতে কিন্তু ভুলবেন না। বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে সেখানে। এছাড়া যেতে পারেন কোলাখাম, চারখোলে প্রভৃতি জায়গাতেও।

    অরণ্য পথ 

    সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা  

    কীভাবে যাবেন
    টিফিন দারা যেতে গেলে আপনাকে পৌঁছতে হবে রিশ্যপে। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে ট্যাক্সিতে রিশ্যপ যাওয়া যায়। তবে হোটেল থেকে গাড়ির ব্যবস্থা করাই ভালো। এছাড়া লাভা, কালিম্পং বা লোলেগাঁও থেকেও যাওয়া যায় রিশ্যপ, জিপ গাড়ি ভাড়া করে।
    নিউ জলপাইগুড়ি থেকে রিশ্যপ : ৫২ কিমি
    কালিম্পং থেকে রিশ্যপ : ৩১ কিমি
    লাভা থেকে রিশ্যপ : ৬ কিমি
    লোলেগাঁও থেকে রিশ্যপ : ৪৩ কিমি
    কোথায় থাকবেন
    যাঁর টিফিন দারা যান, রিশ্যপেই এক বা একাধিক দিন কাটিয়ে দেন তাঁরা। পর্যটকদের জন্য রিশ্যপে কিছু হোটেল এবং রিসর্ট রয়েছে। তার মধ্যে কয়েকটির ফোন নম্বর দেওয়া হল –
    নেওড়া ভ্যালি রিসর্ট, যোগাযোগ - ৯০৩৮০৫৫৫৩০, ৯৩৩১৬১০৬৯৪।
    রিশ্যপ নেচার কটেজ, যোগাযোগ – ৯৮৩০২৫২৮৪৩।
    হিমালয়ান হাট, যোগাযোগ – ৯০০৭১৮১৫৮৪।
    সতর্কতা
    প্রয়োজন মতো ঠান্ডার জামা-কাপড়ের ব্যবস্থা রাখতে হবে। রুমহিটারের বন্দোবস্ত আগে থেকে করে রাখতে হবে হোটেলের সাথে কথা বলে। প্রয়োজন মতো ওষুধ সঙ্গে রাখা দরকার। যাঁদের শ্বাসের সমস্যা আছে; তাঁরা আগে থেকে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম নিয়ে যাবেন।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @