ভারতীয় জ্ঞানপীঠের মূর্তিদেবী পুরস্কারে সম্মানিত কবি জয় গোস্বামী

বাংলায় এই প্রথমবার জ্ঞানপীঠের মূর্তিদেবী পুরস্কার অর্জন করলেন কবি জয় গোস্বামী। ২০১৭ সালের এই পুরস্কারে সম্মানিত হতে চলেছেন কবি। এই পুরস্কারটি প্রদান করে ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা। প্রসঙ্গত সাহিত্য জগতের শ্রেষ্ঠ সম্মান জ্ঞানপীঠ। তবে বহুদিন এই পুরস্কার বাংলার কারোর হাতে আসছিল না। দুই বছর আগেই কবি শঙ্খ ঘোষ পেয়েছিলেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ। ২০১২ সালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ‘দু’দণ্ড ফোয়ারা মাত্র’ কাব্যগ্রন্থের জন্য প্রথম বাঙালি কবি হিসাবে জ্ঞানপীঠের মূর্তিদেবী পুরস্কার পাচ্ছেন জয় গোস্বামী। পুরস্কার হিসাবে তিনি পাবেন একটি সরস্বতী মূর্তি, মানপত্র, সঙ্গে নগদ চার লক্ষ টাকা।
জয় গোস্বামীর এখন বয়স ৬৪ বছর। কোনো প্রথাগত শিক্ষার স্রোতে তিনি গা ভাসাননি। এতগুলো দশক ধরে যা পেয়েছেন তা নিজের যোগ্যতায় অর্জন করেছেন। আজ বাংলা সাহিত্য জয় গোস্বামীকে অস্বীকার করতে পারবে না। কবিতা লেখার শুরুর দিন থেকেই আপামর বাংলা সাহিত্যের পাঠকের কাছে আশ্চর্য প্রতীক হয়ে আছেন। ভারতীয় জ্ঞানপীঠের ৩১ তম মূর্তিদেবী পুরস্কারে সম্মানিত কবি জয় গোস্বামীর এই পুরস্কারে গর্বিত বাংলা সাহিত্যের পাঠক।