মানুষের দৈনন্দিন রোজনামচার গল্প জিৎ চট্টোপাধ্যায়ের ফটোগ্রাফিতে

একসময় নেশাকেই পেশা বানিয়েছিলেন চিত্রগ্রাহক জিৎ চট্টোপাধ্যায়। তিনি মনে করেন, ছবি কথা বলুক মানুষের জন্য। তাই জিৎ-এর ছবিতে বারবার ঘুরে ফিরে এসেছে মানুষের বেঁচে থাকা, চাওয়া-পাওয়া আর সুখ-দুঃখের নানান গল্প।
ফটোগ্রাফির জন্য চাকরি ছেড়ে বেরিয়ে এসেছিলেন জিৎ। ভালোবাসেন হিউম্যান ইন্টারেস্ট নিয়ে কাজ করতে। শুধুমাত্র মানুষের ছবি তোলাই নয়, তাঁদের সঙ্গে নিয়মিত কথা বলা, তাঁদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন নিয়মিত। বারুইপুরের ছেলে জিৎ-এর বাছাই করা কয়েকটি নতুন কাজ রইল আজকের ছবিমহলে। লকডাউন পর্বে গ্রাম-বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন এইসব ফ্রেম। যেখানে ধরা আছে মানুষের দৈনন্দিন গল্প।
একটা ফটোগ্রাফি তখনই জীবন্ত হয়ে ওঠে, যখন ফ্রেমের মধ্যে মানুষ নিজেকে বসাতে পারেন। তাঁর বেঁচে থাকার সঙ্গে যদি ছবির চরিত্রের অভিব্যক্তি মিলে যায়, দর্শক সেই শিল্পের সঙ্গে শুরু করেন কথোপকথন। ঠিক যেভাবে সিনেমা, থিয়েটার, উপন্যাস এমনকি গানে মানুষ শুধু নিজেকে হাতড়ে বেড়ায়৷ তখন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে ফেলে আসা কত কত স্মৃতি। জিৎ-এর এই ছবিগুলি দেখে বলুন তো, নিজেকে খুঁজে পাচ্ছেন?
ক
খ
গ
ঘ
ঙ
চ
ছ
জ
চিত্রগ্রাহকঃ জিৎ চট্টোপাধ্যায়